দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ আইএসএলের দামামা বেজে উঠেছে। আগামী ২০ নভেম্বর কেরালা ব্লাস্টার্স এবং এটিকে মোহনবাগানের মহারণের মধ্যে দিয়ে শুরু হতে চলেছে এবারের টুর্নামেন্ট। তবে তার আগে বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে বেশ কিছু পরিবর্তন করা হয়েছে খেলার নিয়মে।
করোনার কারণে আইপিএল দেশের বাইরে হলেও আইএসএল খেলা হবে ভারতেই। তবে দর্শকশূন্য মাঠ এবং বায়ো বাবেল সংক্রান্ত নিয়ম নীতি মানতে আগামী সব ম্যাচগুলিই হবে গোয়ার তিনটি স্টেডিয়াম জুড়ে। গত মে মাসে কোভিড আবহের মধ্যেই ইউরোপে ফিরেছে ফুটবল। বেশ কিছু নতুন নিয়ম আনা হয়েছে পরিস্থিতির সঙ্গে মোকাবেলা করতে। ইউরোপের নিয়ম নীতি অনুসরণ করলো আইএসএলও।
সিরিআ, লা লিগা, বুন্দেসলিগা এমন কি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগেও প্রচলন করা হয়েছে ৫ জন ফুটবলার পরিবর্তনের নিয়ম। এবার একই নিয়ম লাগু করলো আই এস এলও। দলের খেলা চলাকালীন মোট তিনবারে পাঁচজন খেলোয়াড়কে এখন পরিবর্তন করতে পারবেন কোচ। দলের স্কোয়াডকে চোট আঘাত মুক্ত রাখতে রিজার্ভ বেঞ্চে এবার ৭ জনের পরিবর্তে ৯ জন খেলোয়াড় রাখতে পারবেন এফএসডিএল কতৃপক্ষ।
এর মাঝে প্লে অফে অ্যাওয়ে গোলের নিয়ম বাতিল করার কথা উঠলেও আপাতত তা পরিবর্তন করা হচ্ছে না। আগের নিয়ম অনুযায়ীই আয়োজিত হবে আইএসএল প্লে অফস।