দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ শুটিংয়ের মাঠের মতোই রাজনীতির ময়দানেও লক্ষ্যভ্রষ্ট হলেন না অর্জুন পুরস্কার জয়ী শ্রেয়শী সিং। বিহার বিধানসভা ভোটে এবার বিজেপির টিকিটে রাজনৈতিক ময়দানে আত্মপ্রকাশ ঘটে তার। কমনওয়েলথ গেমসে সোনা-রূপো এবং এশিয়ান গেমসে ব্রোঞ্জ পদক জয়ী শ্রেয়শী সিং এবারও নিরাশ করেননি পদ্মফুল শিবিরকে।
আরজেডির বিজয় প্রকাশকে ৭৯৬০৩ ভোটে পরাজিত করে নিজের আসন নিশ্চিত করলেন তিনি। এই বিধানসভা কেন্দ্র থেকেই তিনবার নির্বাচিত হয়েছিলেন শ্রেয়শী বাবা দ্বিগবিজয় সিং। ২০১৪ সালের এশিয়ান গেমসে ব্রোঞ্জ পদক নিয়েছিলেন এই ট্রাপ শুটার। তারপর ২০১৮ সালে গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমসে সোনা জিতে নেন তিনি।


২০১৮ সালেই অর্জুন পুরস্কার এর সম্মানিত করা হয় শ্রেয়শীকে।বাবার রাজনীতির দীর্ঘকালীন অভিজ্ঞতা থাকার ফলে জল্পনা ছিল তাকে নিয়েও।তবে প্রথমবারেই এভাবে বাজিমাত করবেন তিনি তা হয়তো ভাবতে পারিনি অনেকেই। বর্তমানে বিহারের জামুইয়ের বিধায়ক শ্রেয়শী।