দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ পঞ্চমবার আইপিএল খেতাব জয়ের পর রোহিতকে অভিনন্দন জানিয়েছেন সকলেই। যদিও আনফিট হওয়ার কারণে এখনই অস্ট্রেলিয়া সফরে যেতে পারলেন না রোহিত কিন্তু আইপিএল জয়ের পর নানাজনের প্রশংসা বার্তা থেমে নেই। গৌতম গম্ভীরের মত অনেকে তো তাকে ভারতীয় দলের সাদা বলের অধিনায়ক হিসেবেও দেখতে চেয়েছেন এই জয়ের পর। বীরেন্দ্র সেওয়াগের মতো তারকা ক্রিকেটার ও জানিয়েছেন এই ফরম্যাটের সেরা অধিনায়ক রোহিত।
তবে এই সবই ক্রিকেটার এবং ক্রিকেটপ্রেমীদের অভিনন্দন। কিন্তু এবার অভিনন্দন এলো সম্পূর্ণ অন্য ময়দান থেকে। পঞ্চম আইপিএল খেতাব জয়ের পর রোহিতকে অভিনন্দন জানালেন স্পেনের ফুটবল লিগ লা লিগা। যদিও এই অভিনন্দন বার্তায় রয়েছে একটি ছোট্ট ভুল লা লিগা তরফে রোহিতকে শুভেচ্ছা জানানো হয়েছে অধিনায়ক হিসেবে ষষ্ঠ আইপিএল খেতাব জেতার জন্য। খেলোয়াড় হিসেবে ছবার আইপিএল জয়ী দলের প্রতিনিধি হলেও অধিনায়ক হিসেবে পাঁচবারই ট্রফি জিতেছেন রোহিত।
এই ছোট্ট ভুল ঘিরে তেমন শোরগোল না হলেও অনেক রোহিত সমর্থকই মন্তব্য করেছেন পরেরবার খেতাব জয়ের আগেই অ্যাডভান্স রোহিতকে শুভেচ্ছা জানিয়েছে লা লিগা। ২০১৯ সালে রোহিত শর্মাকে প্রচারের মুখ করেছিল তারা। তিনিই এমন প্রথম প্রচারক যিনি আদৌ ফুটবলের সাথে যুক্ত নন। তাই তার সাফল্যে খুশি লা লিগাও। টুইটে তারা লেখে, “অভিনন্দন রোহিত শর্মা ষষ্ঠবার অধিনায়ক হিসেবে আইপিএল খেতাব জয়ের জন্য।”
প্রসঙ্গত উল্লেখ্য, ২০০৯ সালে আইপিএল ট্রফি ঘরে তুলে নিয়েছিল ডেকান চার্জার্স এবং সেই দলে প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন রোহিত। যদিও অধিনায়ক ছিলেন অ্যাডাম গিলক্রিস্ট। এরপর পাঁচবার মুম্বাই অধিনায়ক হিসেবে আইপিএল ট্রফি ঘরে তোলেন রোহিত।