দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ আইসিএলের দামামা বেজে উঠেছে। রণ সজ্জায় সজ্জিত হতে শুরু করেছে সমস্ত দলই। নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে কেরালা ব্লাস্টার্সকে ৩-১ গোলে পরাজিত করে শ্রী সিমেন্ট ইস্টবেঙ্গল দেখিয়ে দিয়েছে তারা তৈরি। অন্যদিকে তৈরি হচ্ছে এটিকে মোহনবাগান। ২০ নভেম্বর কেরালা ব্লাস্টার্স এবং এটিকে মোহনবাগানের ম্যাচ দিয়ে শুরু হতে চলেছে আইএসএলের যাত্রা।


এতদিন পর্যন্ত নিজেদের সহযোগী স্পন্সর নিয়ে চিন্তা ছিল এটিকে মোহনবাগানের। এবার আইএসএল ২০২০-২১ মরশুমের জন্য নিজেদের অ্যাসোসিয়েট স্পন্সরের নাম ঘোষণা করলো তারা। এই মরশুমে সবুজ মেরুন এর সহযোগী স্পন্সর হিসেবে যুক্ত হতে চলেছে এমপি বিড়লা সিমেন্ট। এবারের সিজনের জন্য নিজেদের মুখ্য স্পন্সরের নাম কিছুদিন আগেই ঘোষণা করেছে এটিকে মোহনবাগান। মুখ্য স্পন্সর হিসেবে এসবিওটিওপি ডট নেট সংস্থাটি এগিয়ে এসেছে সবুজ বেলুন শিবিরের পাশে।
বুধবার রাতে সহযোগী স্পন্সর হিসেবে এম পি বিড়লা সিমেন্টের নাম ঘোষণা করা হলো ক্লাব তরফে। এবারে মোহনবাগানের মূল চিন্তা অবশ্য চোট-আঘাত জনিত। ইতিমধ্যেই জাস্টিনকে আইএসএল থেকে হারিয়েছে তারা। চোট জনিত চিন্তার কারণে প্রস্তুতি ম্যাচে মাঠে দল নামাতে চাননি হাবাস। এখন আইএসএলের মাঠে তারা কেমন প্রদর্শন করে সেদিকেই নজর থাকবে সকলের।