দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ দীর্ঘ প্রতীক্ষার পরে সামনে এলো এটিকে মোহনবাগানের হোম জার্সি। সবুজ মেরুন বাহিনীর হোম জার্সিতে ক্যামেরার সামনে পোজ দিলেন সন্দেশ ঝিঙ্গান, তিরি এবং প্রীতম। এদিন মোহনবাগানের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে প্রকাশ করা হয় ভিডিওটি।
জার্সিটির মধ্যে থাকা পালতোলা নৌকার ঠিক নীচে থাকছে এটিকে মোহনবাগানের লোগো। লোগো ঠিক নিচে লেখা থাকবে চ্যাম্পিয়ন্স শব্দটি। এর আগে অনুশীলনের জার্সিতে তিনটি স্টার থাকা নিয়ে ক্ষোভ তৈরি হয়েছিল সমর্থকদের মধ্যে। তাই সেই ক্ষোভ প্রশমন করতে এবার ব্যবহৃত হবে চ্যাম্পিয়নস শব্দটি। কারণ একদিকে যেমন গত বছরের আইএসএল জিতেছিল এটিকে তেমনই গতবছর আই লিগ জয় করেছিল মোহনবাগান।
সমর্থকদের প্রশ্ন ছিল, এটিকের আইএসএল জয়কে প্রাধান্য দিতে হলে প্রাধান্য দেওয়া উচিত গতবছর মোহনবাগানের আইলিগ জয়কেও।সেই কারণেই সমর্থকদের কথা মাথায় রেখে এই অভিনব সিদ্ধান্ত নিল এটিকে মোহনবাগান শিবির। এর সাথেই প্রকাশ পেল এটিকে মোহনবাগানের অ্যাওয়ে জার্সিও। এই জার্সির রং সাদা। মাঝে থাকছে সবুজ মেরুন স্ট্রাইপ।
যদিও এখনও সামনে আসেনি নিউট্রাল জার্সি। তবে আশা করা যায় এই নতুন জার্সি সমর্থকদের মন জয় করে নেবে।