দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ আগামী ২৪ নভেম্বর টি-টোয়েন্টি লিগ শুরু করার সম্ভাবনা রয়েছে সিএবির। এই টুর্নামেন্টে মাঠে নিজেদের দল নামাতে মরিয়া লাল-হলুদের মুখ্য ইনভেস্টর হরিমোহনের শ্রী সিমেন্ট। এই মর্মে সিএবির কাছে চিঠিও পাঠিয়েছেন তারা।
তবে সুত্রের খবর অনুযায়ী শ্রী সিমেন্টের আগ্রহ থাকলেও আপতত কোন সক্রিয় ভূমিকা নেওয়া হয়নি ক্লাবের তরফে। এর আগে ফুটবল দল গঠনের ক্ষেত্রে খেলোয়াড়দের তালিকা জমা দেওয়া হয় শ্রী সিমেন্ট কর্তৃপক্ষের কাছে।সেই অনুযায়ী খেলোয়াড়দের দলে এনেছে শ্রী সিমেন্ট কর্তারা। এমনকি দলে যারা সুযোগ করে নিতে পারেননি, তাদেরও বেতন দবে এই নয়া ইনভেস্টর।
তবে ক্রিকেট দল নিয়ে আপাতত কোন সক্রিয় ভূমিকা নিতে দেখা যায়নি ক্লাবকে। এমনকি শ্রী সিমেন্ট কর্তৃপক্ষ তরফে ক্লাবকে এও বলা হয়েছে আগে কোন ক্রিকেটারের সাথে চুক্তি থাকলে তার তালিকাও যেন পাঠান হয় তাদের কাছে। তবে এখনো পর্যন্ত কোন তালিকা পাঠায়নি ক্লাব। এখন শেষ পর্যন্ত জল কোনদিকে অগ্রসর হয় সেটাই এখন দেখার।