দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ ভারতীয় ক্রিকেট দলের এবার খেলার সুযোগ পেলো পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের দয়ানন্দ গরানি। আর সেই খবর ছড়িয়ে পড়তেই গর্বিত পূর্ব মেদিনীপুর জেলার মানুষ। জানা গিয়েছে আগামী ১২ ই নভেম্বর ভারতীয় দলের সাথে সফরে উড়ে যাবে দয়ানন্দ গরানি।
ডান হাতে ১৬০ কিলোমিটার এবং বাম হাতে ১৩০ কিলোমিটার বেগে থ্রোডাউন বল করতে পারেন তিনি।বহুৎ পরিশ্রমের মধ্য দিয়ে খেলার নেশা আজ শীর্ষ স্থানে পৌঁছে দিয়েছে দয়ানন্দ গরানিকে। এই সম্বন্ধে বাবা লক্ষীকান্ত গরানি বলেন ছোট থেকেই খেলাধুলার শখ ছিল ছেলের, পড়াশুনাও খারাপ ছিল না প্রতিদিন যোগব্যায়াম সহ অক্লান্ত পরিশ্রম করত দয়ানন্দ। তার এই সাফল্যে গর্বিত আমরা।


অন্য দিকে খুশি মাও ছেলের প্রশংসা করতে করতে চোখের জল বেরিয়ে এলো মায়ের। অক্লান্ত পরিশ্রম করে খেলার পাশাপাশি পড়াশোনাও চালিয়ে যেত ছেলে। প্রত্যেক দিন নিয়মিত সূর্য ওঠার আগে থেকেই ব্যায়াম ও পাশাপাশি ক্রিকেট নিয়ে অভ্যাস করতে চলে তবে এই সাফল্যের পিছনে গর্বিত মাও।
আর এই খবর ছড়িয়ে পড়তে কোলাঘাটের সমাজ সেবী আবিদার মল্লিক পরিবারের সঙ্গে দেখা করে তাদের সমর্থন জানালো। এ দিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “আজ দয়ানন্দ গরানিকে সারাবিশ্ব চিনবে এটা আমাদের অত্যন্ত গর্বের বিষয় কারণ প্রত্যন্ত গ্রামের ছেলে দয়ানন্দ। পরিবারের অবস্থা খুব ভালো না হলেও ছেলের এই অক্লান্ত পরিশ্রমের পিছনে পরিবারের যথেষ্ট সহযোগিতা রয়েছে আমরা গর্বিত প্রত্যন্ত গ্রামের ছেলে আজ জাতীয় স্তরে পরিচিত হলো।”