দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ বৃহস্পতিবার মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দরে ডিরেক্টর অফ রেভিনিউ ইন্টেলিজেন্স তরফে জিজ্ঞাসাবাদ করা হল মুম্বাই ইন্ডিয়ান্সের তারকা ক্রিকেটার ক্রুনাল পান্ডেয়াকে। আরব আমিরশাহী থেকে আইপিএল খেলে শহরে ফিরছিলেন এই ২৯ বছর বয়সী ক্রিকেটার। সে সময়ে বেশ কিছু পরিমাণ সোনা এবং অন্যান্য মূল্যবান জিনিস রাখার অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য তাকে থামিয়ে দেয় ডি আর আই।
সূত্রের খবর অনুযায়ী গোয়েন্দা দপ্তর এই ভারতীয় ক্রিকেটারের কাছ থেকে অনুমোদিত পরিমাণ সোনার থেকে বেশি পরিমাণ সোনা উদ্ধার করেছে। এই মুহূর্তে তাই উপযুক্ত কাগজপত্র দেখানোর জন্য তলব করা হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সের এই অলরাউন্ডারকে।
নিয়ম অনুযায়ী ১ এপ্রিল ২০১৬ সালের পর থেকে দুবাই থেকে আগত কোন ভ্রমণকারী নিজের সাথে কুড়ি গ্রাম অবধি সোনা রাখতে পারবেন । শুল্কমুক্ত ভাতা থেকে ৫০ হাজারের বেশি খরচ করতে পারবেন না কোন পুরুষ যাত্রী। মহিলাদের ক্ষেত্রে এই টাকার পরিমাণ ১ লাখ এবং তারা নিজের সঙ্গে আনতে পারবেন ৪০ গ্রাম অবধি সোনা।
ডিরেক্টর অফ রেভিনিউ ইন্টেলিজেন্স একটি ভারতীয় গোয়েন্দা সংস্থা, যারা এই সংক্রান্ত সমস্ত নিয়ম বিধির উপর নজর রাখেন। ক্রুনাল পান্ডেয়ার কাছে অনুমোদিত পরিমাণের থেকে বেশি সোনা থাকায় তাকে নিয়ে আজ সমস্যার উদ্রেক ঘটে। প্রসঙ্গত উল্লেখ্য ২০২০ আইপিএল ফাইনালে জয়ী দলের সদস্য ছিলেন ক্রুণাল। এখন এই সমস্যা তাঁর আগামী কেরিয়ারে কতটা প্রভাব ফেলে সে দিকেই নজর থাকবে সকলের।