দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ কয়েকদিন আগেই নিষেধাজ্ঞার মেয়াদ শেষ করে মাঠে ফিরেছেন বাংলাদেশের খ্যাতনামা অলরাউন্ডার সাকিব আল হাসান। তিন দফা ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব পাওয়া সত্ত্বেও তা গোপন রাখার কারণেই দু’বছর মাঠের বাইরে চলে যেতে হয় সাকিবকে। ৩৭৬ দিন পর এখন তিনি মুক্ত।
এবার হঠাৎই কলকাতার বিধায়ক পরেশ পালের কালীপুজোর উদ্বোধনে উপস্থিত থাকতে দেখা গেল তাকে। উপস্থিত ছিলেন বাংলার অন্যতম বিখ্যাত পেসার শিব শংকর পালও।বেলেঘাটার এই তৃণমূল বিধায়কের কালীপুজোয় এর আগেও উপস্থিত থাকতে দেখা গেছে গণ্যমান্য অনেক তারকাকে।
এবার এই বিশেষ কালীপুজো উদ্বোধনের ডাক পেয়ে সোজা বাংলাদেশ থেকে বৃহস্পতিবারই উড়ে আসেন সাকিব। আইপিএলে এবার অংশ নেয়া হয়নি তার।কিন্তু কলকাতায় তার হঠাৎ এই আগমন নিশ্চয়ই খুশি করবে সমর্থকদের। তারা এ-ও আশা করবে আগামী আইপিএলে আবার দেখা যাবে বাংলাদেশের এই বাঁহাতি স্পিনার তথা নির্ভরযোগ্য ব্যাটসম্যানকে।