দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ সস্ত্রীক অস্ট্রেলিয়া পৌছলেন ভারতীয় ক্রিকেটাররা। আজ সিডনিতে সস্ত্রীক দেখা গেল ভারতীয় ক্রিকেটারদের। আগামী সফরের জন্য মহড়া শুরু হয়েছে আইপিএল শেষ হওয়ার পর থেকেই। তবে বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে আপাতত ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে ভারতীয় খেলোয়াড়দের।


অস্ট্রেলিয়া সফরে তিনটি একদিনের ম্যাচ তিনটি টি-টোয়েন্টি এবং চারটি টেস্ট ম্যাচ খেলবে ভারতীয় দল। সেই সফর শুরু হতে চলেছে আগামী ২৭ নভেম্বর। প্রথম দু’টি একদিনের ম্যাচই অনুষ্ঠিত হবে সিডনিতে। অস্ট্রেলিয়ার মাটিতে নেমে সোশ্যাল মিডিয়ায় নিজেদের ছবি শেয়ার করেছেন খেলোয়াড়রা। কোয়ারেন্টাইনে থাকাকালিন খেলোয়াড়দের অনুশীলনের অনুমতি দিয়েছে নিউ সাউথ ওয়েলস সরকার। ব্লাকটাউন আন্তর্জাতিক স্পোর্টস পার্ককেও বায়ো বাবেলে রূপান্তরিত করা হয়েছে, খেলোয়াড়দের অনুশীলনের কথা মাথায় রেখে।


আপাতত ভারতের এই অস্ট্রেলিয়াগামী দলে নেই রোহিত শর্মা। ১৭ ডিসেম্বর শুরু হওয়া টেস্ট সিরিজের আগে দলে যোগ দেবেন তিনি। আপাতত সোশ্যাল মিডিয়ায় নিজেদের ছবি শেয়ার করেছেন রবীচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা এবং চেতেশ্বর পুজারারা।