দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ আইপিএল ২০২০ শেষ হয়েছে মাত্র কয়েকদিন আগেই। পঞ্চম বার ট্রফি জিতে নিয়েছেন অধিনায়ক রোহিত শর্মা। আর সেখান থেকেই প্রশ্ন উঠেছে ভারত অধিনায়ক বিরাট কোহলির অধিনায়কত্ব নিয়ে। কারণ এবারও স্বপ্নের খুব কাছাকাছি এসেও ট্রফি জয় করতে পারেনি আরসিবি। প্লে অফসে হায়দ্রাবাদের কাছে হেরে বিদায় নিতে হয়েছে তাদের।
আইপিএলের এই মরশুম কোহলির জন্যেও তেমন ভালো ছিল না। প্রথম দশজন সর্বোচ্চ রান সংগ্রহকারী তালিকায় থাকলেও সেভাবে বিরাটীয় ইনিংস খেলতে পারেননি কোহলি। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে অনেক ক্রিকেট বিশ্লেষকদের মধ্যেই। সুনীল গাভাস্কারের মত তারকা ওপেনারও জানিয়ে দিয়েছেন, আরসিবির হাড়ের অন্যতম বড় কারন বিরাটের নিজস্ব ব্যাটিং ফর্ম। এবার সুপরিচিত ধারাভাষ্যকার তথা ভারতীয় প্রাক্তন ওপেনার আকাশ চোপড়ার স্বপ্নের আইপিএল একাদশ থেকেও বাদ পড়লেন কোহলি।
তবে আশ্চর্যের কথা এই যে শুধু কোহলি নয় বাদ পড়েছেন রোহিতও।পঞ্চমবার আইপিএল ট্রফি জেতার পরেও আকাশ চোপড়ার স্বপ্নের আইপিএল একাদশে অধিনায়ক হিসেবে স্থান পাননি রোহিত শর্মা। বরং অধিনায়ক হিসেবে কে এল রাহুলের উপরেই ভরসা রেখেছেন আকাশ। সেভাবে ব্যাটিং ফর্মে না থাকলেও আইপিএলের অধিনায়কত্ব রোহিত শর্মাকে না দেওয়ায় প্রশ্ন উঠেছে সমর্থকদের মধ্যে। একইভাবে বিতর্কিত কোহলির বাদ পড়া। তাছাড়া অধিনায়ক হিসেবে তেমন কার্যকরী ভূমিকা নিতে দেখা যায়নি রাহুলকে।
তাই আকাশ চোপড়া আর স্বপ্নের একাদশ কতখানি কার্যকরী তা নিয়ে সমর্থকদের মধ্যে বিতর্ক জমে উঠেছে। আসুন দেখে নেওয়া যাক, আকাশ চোপড়ার স্বপ্নের আইপিএল ২০২০ একাদশ।
১.কে এল রাহুল (অধিনায়ক)
২.শিখর ধাওয়ান
৩.সূর্য কুমার যাদব
৪.ঈশান কিশান
৫.এবি ডি ভিলিয়ার্স
৬.রাহুল তেওয়াটিয়া
৭.রাশিদ খান
৮.যুজবেন্দ্র চাহাল
৯.জোফরা আর্চার
১০.কাগিসো রাবাডা
১১.যশপ্রিত বুমরাহ
১২.মার্কা স্টয়নিস (বিদেশি)
১৩.বরুণ চক্রবর্তী
আকাশ চোপড়ার স্বপ্নের একাদশে বিদেশি হিসাবে বোলারদের ভূমিকা বেশ গুরুত্বপূর্ণ। এবিডি ছাড়া কোন বিদেশী ব্যাটসম্যানকে দলে রাখেননি আকাশ। দ্বাদশ খেলোয়াড় হিসেবে দলে রয়েছেন অলরাউন্ডার মার্কাস স্টয়নিস।