দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ রোনাল্ডো মেসি কিংবা নেইমারের থেকেও বেশি রোজগার গ্যালিলিওর। না সেই মহান জ্যোতির্বিজ্ঞানীর কথা হচ্ছে না, গ্যালিলিও কোনো মানুষও নয়। সাড়ে ১৬ হাত লম্বা একটি আইরিশ ঘোড়ার নাম গ্যালিলিও। আর বর্তমানে তারই রোজকার নেইমার মেসি কিংবা রোনাল্ডোর থেকেও বেশি। হয়তো আরো অবাক হবেন যদি শোনেন ১৯ বছর আগেই নিজের শেষ দৌড় শেষ করেছে এই ঘোড়া। তবুও বর্তমানে তার রোজগার প্রায় কুড়ি কোটি ইউরো।


তবে এই ঘোড়া গ্যালিলিও নামের উপযুক্তই বটে কারণ বছরের আটটি রেসের ছটিতেই সগৌরবে জয়লাভ করেছিল সে। এই ১৯ বছর পরেও এখনো অনেকেই তাকে দেয় বিশ্বের শ্রেষ্ঠ ঘোড়ার স্বীকৃতি। এরপর তাকে পাঠিয়ে দেওয়া হয় আয়ারল্যান্ডের কুলমোর স্টাডে। এই স্টাডটি বিখ্যাত রেসের ঘোড়া তৈরীর জন্য। হাজার হাজার চ্যাম্পিয়ন ঘোড়ার ব্রীডিং সেন্টার এই স্টাড।


গ্যালিলিও এখানে তৈরি করে চলেছে একের পর এক ডার্বি চ্যাম্পিয়ন। ফ্র্যাঙ্কেল, নাথানিয়েল, উইন্টার, চার্চিল, রুলার অফ দা ওয়ার্ল্ড, ম্যাজিশিয়ানের মত অনেক ঘোড়ারই পিতা গ্যালিলিও। ২০০২ সাল থেকে এমন অনেক চ্যাম্পিয়ন ঘোড়াকেই জন্ম দিয়ে আসছে সে। এখন তার বয়স ২২ বছর। গড়ে ২৫ থেকে ৩০ বছর আয়ুকাল থাকে সাধারণত একটি ঘোড়ার। অশ্বপ্রেমীদের জন্য এই চ্যাম্পিয়ন ঘোড়ার সন্তানদের দাম কিন্তু মোটেই কম নয়। এমন একটি ঘোড়ার জন্য চার-সাড়ে চার থেকে ছলক্ষ পাউন্ড অবধি দাম দিতে রাজি অনেকেই। গ্যালিলিওর বাবার নাম ছিল স্যাডলার্স ওয়েলস। কমপক্ষে দুহাজারেরও বেশি রেসে জয়লাভ করেছে তার সন্তান সমূহ। তবে সেই রেকর্ডও ছাপিয়ে গেছে গ্যালিলিওর সন্তানরা।