দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃএইবারের মত শেষ আইপিএল ২০২০। অসাধারণ ভাবে এই পরিস্থিতিতেও আইপিএল আয়োজন করে সুনাম কুড়িয়েছে বিসিসিআই। বিশ্বের অনেক ক্রিকেটারের কাছেই শ্রেয় অর্জন করে নিয়েছেন প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী। তবে এরপরের বড় লক্ষ্য টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২০২১ সালে ভারতে আয়োজিত হতে চলেছে বিশ্বকাপ। কোভিড পরিস্থিতি এখনো ততটা নিয়ন্ত্রণে আসেনি ভারতের। যদিও সুস্থতার হার বেড়েছে তবু আইসিসির এত বড় একটি টুর্নামেন্ট দেশের মাটিতে আয়োজন করা চ্যালেঞ্জিং হবে বিসিসিআইয়ের পক্ষে।


তবে বিসিসিআই যে প্রস্তুত তার এক ঝলক দেখা গেল বৃহস্পতিবারই। ট্রফি উন্মোচন করলেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী এবং সচিব জয় শাহ।দুবাইতেই এই ট্রফি উন্মোচন করলেন সৌরভরা। সাথে সাথেই ভারতের মাটিতে ১৬ দলের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের কথা অফিসিয়ালি ঘোষণা করল আইসিসি।


২০২০ সালে আইপিএলের আসর বসার কথা ছিল অস্ট্রেলিয়ায়। কিন্তু কোভিড পরিস্থিতির কারণে বাতিল হয় সেই টুর্নামেন্ট। ফলে ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ অস্ট্রেলিয়ায় করার কথাও ঘোষণা করল। তবে ২০২১ সালের আসর বসবে ভারতেই। এরপর ২০২৩ সালে ভারতের মাটিতে বসতে চলেছে একদিনের বিশ্বকাপের আসর। তবে আপাতত এই বড় আইসিসি ইভেন্টটি সুন্দরভাবে আয়োজন করতে হবে সৌরভ গঙ্গোপাধ্যায় সহ গোটা বিসিসিআইকে।
ট্রফি উন্মোচনের পর সৌরভ বলেন,”সবসময়ই বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পাওয়াটা খুব সম্মানের। ভারত অতীতে একাধিক বড় টুর্নামেন্ট আয়োজন করেছে। সব দেশের ক্রিকেটাররাই মুখিয়ে থাকবে ভারতের মতো ক্রিকেটপাগল দেশে খেলতে আসার জন্য। আমি নিজেও আইসিসির বিভিন্ন টুর্নামেন্টে খেলেছি, তাই জানি সারা বিশ্বের মানুষ কিভাবে মুখিয়ে থাকে এই টুর্নামেন্টটি দেখার জন্য। এর থেকে দারুন আর কিছুই হতে পারে না।”