দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ আইপিএল এইমাত্র শেষ হলেও পরবর্তী আইপিএলের জন্য তেমন বেশি সময় নেই ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে। কারণ বিসিসিআই ইতিমধ্যেই ঘোষণা করেছে পরবর্তী আইপিএল হতে চলেছে এপ্রিল-মে মাসে। আর তার আগে একটি মেগা নিলামও আয়োজন করতে চলেছে তারা। তাই দলবদল এবং স্ট্র্যাটিজি সংক্রান্ত আলোচনা ইতিমধ্যেই সেরে রাখতে চাইছে ফ্র্যাঞ্চাইজিগুলি।
এবারের আইপিএল ততটা ভালো যায়নি কেকেআরের। নেট রান রেটের কারনে একই পয়েন্ট পাওয়া সত্ত্বেও শেষ পর্যন্ত প্লে অফসে যেতে পারেনি তারা। তবে পরের আইপিএলে রীতিমতো দল শক্ত করতে চায় কেকেআর। তাই দল থেকে বাদ পড়তে পারেন নামী-অনামী অনেক তারকাই।
অনেক নামী তারকাকেই এবারে আর রিটেন করতে চাইছে না কেকেআর। তাদের মধ্যে থাকতে পারেন সুনীল নারিন, দীনেশ কার্তিক, প্যাট কামিন্স, কুলদীপ যাদব, ক্রিস গ্রীন এবং টম ব্যান্টেন।
যে পাঁচ তারকাকে রিটেন করা হতে পারে তাদের মধ্যে রয়েছেন ইয়ন মর্গ্যান, নীতিশ রানা, আন্দ্রে রাসেল, শুভমান গিল এবং বরুণ চক্রবর্তী।
এছাড়া অকশন টেবিলে ঋদ্ধিমান সাহা, পার্থিব প্যাটেল, অনরিক নকিয়া এবং রবি বিশনোইয়ের দিকে নজর রাখতে পারে কেকেআর শিবির। আগামী মরশুমে অধিনায়ক হিসেবে মর্গ্যানকেই দায়িত্বে রাখতে চাইছে নাইট শিবির। এবার সেইভাবে প্রথম থেকে সুযোগ না পেলেও মধ্যপর্বে অধিনায়কত্বের সুযোগ হাতে পেয়ে যথেষ্ট ভাল প্রদর্শন করেছেন ইয়ন। তাই আগামী বছরের জন্যও তাকেই আরেকবার সুযোগ দিতে চাইছে কলকাতা ম্যানেজমেন্ট।