দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ চোট সত্ত্বেও ঋদ্ধিমান সুযোগ পেয়েছেন ভারতীয় টেস্ট দলে। অথচ আগামী দিনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সবচেয়ে গুরুত্বপূর্ণ টি-টোয়েন্টি এবং ওয়ানডে ম্যাচগুলিতে দলে নেই রোহিত শর্মা। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়া সফর ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেখানে টি-টোয়েন্টি একাদশে রোহিত শর্মার না থাকা অবশ্যই প্রশ্ন তুলেছে সমর্থকদের মধ্যে।
এর আগেই বিসিসিআই জবাব দিয়েছিল, রোহিতের অনুপস্থিতির কারণ তার চোট।কিন্তু সমর্থকদের ক্ষোভ প্রশমিত হয়নি এতেও, বিশেষত টেস্ট দলে রোহিতের জায়গা পাওয়া আরও প্রশ্ন জাগিয়ে তুলেছে তাদের মনে। অনেকেই বলেছেন কি এমন চোট যাতে তিনি টেস্ট খেলতে পারবে না অথচ টি-টোয়েন্টি বা ওয়ানডে ম্যাচ নয়?
অনেক অনুগামী এও অভিযোগ তুলেছিলেন যে চোটকে কারণ হিসাবে ব্যবহার করে রোহিত শর্মাকে একদিনের দলের বাইরে রাখা হচ্ছে। এতদিন সেভাবে সরাসরি মুখ না খুললেও আজ এর জবাব দিলেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী। তিনি বলেন, “আপনি রোহিতের কাছেই এর এই প্রশ্নের জবাব চাইছেন না কেন? ফিটনেসের কারণেই ওকে ওয়ানডে আর টি-২০ ফর্ম্যাট থেকে বাইরে রাখা হয়েছিল, অন্যদিকে টেস্ট দলে তাকে জায়গা দেওয়া হয়েছে।”
সৌরভ আরো যোগ করেন , “রোহিত এই সময় আহত রয়েছে আর এখন ৭০ শতাংশই ফিট। অন্যথায় আমরা ওর মতো খেলোয়াড়কে কেন বাইরে রাখব? ও জাতীয় দলের সহঅধিনায়ক। আমাদের ওকে পরিমাপ করতে হত। আমরা চেয়েছি যে ও সম্পূর্ণভাবে চোট থেকে সুস্থ হোক আর তারপর দলে শামিল হোক। এটা বিসিসিআইয়ের কর্তব্য যে তাদের সর্বশ্রেষ্ঠ খেলোয়াড় মাঠে আসুক। যদি ও ঠিক থাকে তো ও খেলবে।”