33 C
Kolkata
Sunday, April 2, 2023
More

    মেসির গোল বাতিল করে বিতর্কে ভিডিও রেফারি!

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ ফুটবলে ভিডিও রেফারিকে কেন্দ্র করে বিতর্ক এই প্রথমবার নয়। গত বিশ্বকাপেও একাধিক বিতর্কিত সিদ্ধান্তের শিকার হতে হয়েছে নানা দলকে।তাই ভিডিও রেফারি সংক্রান্ত প্রশ্নে অনেক দলেরই মতামত ভিন্ন। প্রযুক্তির ব্যবহার সঠিকভাবে না হলে তা আদতে ক্ষতিকর হতে পারে। হয়তো তারই একটা উদাহরণ আবার দেখা গেল কাল আর্জেন্টিনা-প্যারাগুয়ের ম্যাচে। কাল ম্যাচের চরম মুহূর্তে মেসির গোল বাতিল করে দেন ভিডিও রেফারি। যা নিয়ে খুশি হতে পারেননি আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি সহ অনেকেই।

    বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে অপরাজিত ছিল আর্জেন্টিনা। তিন ম্যাচে সাত পয়েন্ট নিয়ে যদিও এখনো তারা লাতিন আমেরিকা গ্রুপের শীর্ষে, কিন্তু কালকের ম্যাচে ভিডিও রেফারির বিতর্কিত সিদ্ধান্তের দরুন নিশ্চিত জয় হাতছাড়া হয় তাদের।এ নিয়ে ক্ষুব্ধ কোচ স্কালোনি বলেছেন, ‘‘ভিডিয়ো প্রযুক্তির প্রয়োগে ভারসাম্য আনা দরকার। এটা ভাল না খারাপ সেই প্রসঙ্গে যাচ্ছি না।আমাদের হতাশ হয়ে মাঠ ছাড়তে হল কারণ আর্জেন্টিনা জেতার জন্য সব কিছুই করেছিল। দ্বিতীয়ার্ধে আমরা প্রতিপক্ষকে চেপে ধরেছিলাম। এই দলটা জেতায় বিশ্বাস করে। আশা করি, সবাই সেটা বুঝতে পারছে।’’ 

    এদিন ম্যাচের প্রথমেই অ্যাঙ্কেল রোমারোর গোলে এগিয়ে যায় প্যারাগুয়ে। ৪১ মিনিটের মাথায় সেই গোল শোধ করে আর্জেন্টিনার পক্ষে সমতা ফেরান নিকোলাস গঞ্জালেজ। ফলতো জয়ের জন্য আর্জেন্টিনার দরকার ছিল আর একবার জালে বল জড়িয়ে দেওয়া। হঠাৎ একটি লম্বা কাউন্টার অ্যাটাক এ প্যারাগুয়েকে চমকে দিয়ে প্রায় ১২ মিটার দূর থেকে আর্জেন্টিনার পক্ষে গোল তুলে নেন মেসি। কিন্তু ভিডিও রেফারি তৎপরতায় বাতিল হয়ে যায় সেই গোল। রেফারির বক্তব্য অনুযায়ী আর্জেন্টিনার অর্ধে এর আগেই করা হয়েছে ফাউল। এই বাতিল গোলের কারণে জয়ের কাছাকাছি এসেও জয় তুলে নিতে পারলো না আর্জেন্টিনা।

    এই যোগ্যতা অর্জন পর্বে গোড়ালির চোট সত্বেও দেশের হয়ে মাঠে নেমেছিলেন লিওনেল মেসি।এই গোলটি সম্পূর্ণ হলে গোটা পর্বে এটি হত তার দ্বিতীয় গোল। তাই এই বাতিল গোল নিয়ে যথেষ্ট বিতর্ক তৈরি হয় আর্জেন্টিনা শিবিরে। এরপর আর্জেন্টিনা মঙ্গলবার মাঠে নামবে পেরুর বিরুদ্ধে। অন্যপক্ষে প্যারাগুয়ে খেলবে এখনো পর্যন্ত একটিও পয়েন্ট না পাওয়া বলিভিয়ার সাথে। ২০১৮ সালের বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে পারেনি প্যারাগুয়ে। তাই এবার কাতার বিশ্বকাপের পূর্বে মরিয়া তারা।

    তবে আর্জেন্টিনার ক্ষেত্রে চিন্তার কারণ রয়েছে অনেক। চোটগ্রস্থ লিওনেল মেসি যেমন উদ্বেগ বাড়িয়েছেন তেমনই আর্জেন্টিনার ক্ষেত্রে বড় ধাক্কা মিডফিল্ডার এক্সেসিয়েল পালাসিওসের হাঁটুর আঘাত।

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    জানেন বিশ্বের সবচেয়ে সুখী দেশ কোনটি ? কোথায় দাঁড়িয়ে ভারত ?

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : পার ক্যাপিটা জিডিপি, জনস্বাস্থ্য, আয়ু, সামাজিক ন্যায়, যাপনের স্বাধীনতা এবং দুর্নীতিহীনতা-- এই একক গুলির...

    কেন্দীয় পুলিশে কয়েক হাজার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ !

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। কারণ, কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স বা...

    আসন্ন IPL-এ কোন দলের অধিনায়ক কে হলেন ?

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : কলকাতা নাইট রাইডার্স সোমবার তাদের দলের অধিনায়কের নাম ঘোষণা করা হয়েছে। ১০টি আইপিএল দলের...

    বাড়ল প্যান ও আধার সংযুক্তিকরণের সময়সীমা ! সিদ্ধান্ত কেন্দ্রের

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : কেন্দ্রের তরফে আগেই ঘোষণা করা হয়েছিল, চলতি মাসের মধ্যেই প্যান ও আধার লিংক করিয়ে...

    মোদীর লক্ষ্য ৪০০ পার ! বঙ্গে বিজেপির লক্ষ্য ২৫

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : দিল্লি লক্ষ্যমাত্রা ঠিক করে দিয়েছে। আব কি বার ৪০০ পার। ২০২৪-এর লোকসভা ভোটে সারা...