দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃএবার পরিবর্তন আসতে চলেছে আইপিএলের একাধিক নিয়মে। আগামী আইপিএলে ইতিমধ্যেই আটটির বেশি দল খেলানোর পরিকল্পনা করছে বিসিসিআই। সেক্ষেত্রে সূত্রের খবর অনুযায়ী আইপিএলের আগামী মহারণ হতে পারে নয় অথবা দশটি দলের মধ্যে। ইতিমধ্যেই আমেদাবাদ থেকে একটি ফ্রাঞ্চাইজির আইপিএলে যোগ দেবার কথা উঠেছে। বোর্ড সূত্রের খবর আরো একটি ফ্র্যাঞ্চাইজিকে আনার কথা পরিকল্পনা করছে তারা। সেক্ষেত্রে দশটি ফ্র্যাঞ্চাইজি হলে ভালো ভারতীয় খেলোয়াড় পাওয়ার সংখ্যা কমবে বলেই আশঙ্কা করছেন অনেক দল মালিক।
তাই অনেকেরই অভিমত কিছু নিয়মে পরিবর্তন আনুন বোর্ড। বিশেষত বিদেশি খেলোয়াড়ের ক্ষেত্রে সংখ্যা বাড়ানোর আর্জি পেশ করেছেন তারা। শেষ পাওয়া খবর অনুযায়ী এ নিয়ে যথেষ্ট ভাবিত আইপিএল গভর্নিং কাউন্সিল। আসলে কোভিড পরিস্থিতিতে প্রথমে বলা হয়েছিল এবছর হয়তো মেগা নিলাম বন্ধ রাখা হবে। কিন্তু এখন নতুন দুটি ফ্র্যাঞ্চাইজি যুক্ত হওয়ায় মেগা নিলামেই যেতে হবে বোর্ডকে। এর ফলে বেশীরভাগ খেলোয়াড়কেই বদলে আবার নতুন করে দল গড়তে হবে ফ্র্যাঞ্চাইজিগুলিকে।
এ সম্পর্কে বলতে গিয়ে ফ্র্যাঞ্চাইজি মালিকরা বলেন, “কোয়ালিটি বজায় রাখতে ইতিমধ্যেই দলগুলির পক্ষে কঠিন হয়ে পড়ছে। বেশিরভাগ আইপিএল দলের স্কোয়াডের দিকে তাকালে দেখা যাবে, দলের মূল শক্তি হিসেবে থাকে সাত থেকে আটটি খেলোয়াড় এবং দুই থেকে তিনটি খেলোয়াড় সঠিক ভারসাম্যের জন্য অন্য দলে যায়। এবার, যদি এই আটটি টিমের সংখ্যা বেড়ে দশে গিয়ে দাঁড়ায়, তখন কোয়ালিটি আরও পড়ে যাবে। আমাদের একটি নির্দিষ্ট স্যালারি পার্স দেওয়া হয় যার মাধ্যমে কোনও ফ্র্যাঞ্চাইজির যতই খরচ করার ক্ষমতা থাকুক না কেন, তারা একটি সমান জায়গায় থেকে খেলোয়াড় নির্বাচন করতে পারবে, এটাই আইপিএল এর শক্তি। কিন্তু এবার আরও দুটি দল এসে এই নিলামে অংশ নেয় এবং সেই একই খেলোয়াড়দের উপর তারা টার্গেট করে, তাহলে কি কোয়ালিটি নিশ্চিত থাকবে?”