দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ ফুটবলের ময়দান আবার কেঁপে উঠল করোনার হানায়। আক্রান্ত হলেন ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম সাড়া জাগানো ফুটবলার মহম্মদ সালাহ। আপাতত চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আইসোলেশনে রাখা হয়েছে তাকে। লিভারপুলের এই মিশরীয় তারকা ফুটবলারের সৌজন্যেই গতবার চ্যাম্পিয়ন হতে পেরেছিল ক্লাব। একা হাতে লিভারপুলকে জয়ের পথে নিয়ে যেতে বড় ভূমিকা নিয়েছিলেন তিনি।
এবছরও ভালোই শুরু হয়েছিল সালাহোর মরশুম।প্রিমিয়ার লিগে এখনো পর্যন্ত আটটি গোল এসেছে তার পা থেকে। তাই হঠাৎ আসা এই খবরে স্বপ্নের তাল কাটলো ফুটবল প্রেমীদের। কারন অনেকেই আশা করেছিলেন এবারও লিভারপুলকে অন্য উচ্চতায় নিয়ে যাবেন মহম্মদ সালাহ। তাছাড়া দেশের হয়েও আফ্রিকা ন্যাশন কাপের যোগ্যতা অর্জনের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তিনি।
আজই টোগের বিরুদ্ধে মাঠে নামার কথা ছিল মিশরের। তার আগে নিয়মমাফিক কোভিড টেস্ট করতে গিয়ে রিপোর্ট পজেটিভ আসে সালাহর।মিশর ফুটবল সংস্থার পক্ষ থেকে এক বিবৃতিতে এ খবর জানানো হয়েছে। খবর অনুযায়ী সালাহকে সাথে সাথেই অন্য ফুটবলারদের থেকে আলাদা করে অন্য জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং করোনাভাইরাস আক্রান্ত হলেও তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল।
চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী সমস্ত ফুটবলারদেরই আর একবার করে কোভিড টেস্ট করানো হয়েছে। এখন তার ফল কি আসে সেদিকে নজর থাকবে সকলেরই। অন্যদিকে বিশ্বব্যাপী সমস্ত ফুটবলপ্রেমীই চাইবেন দ্রুত সুস্থ হয়ে উঠুন মহম্মদ সালাহ।