দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ সুস্থ হয়েই ফের রিহ্যাবে যেতে হল ফুটবলের রাজপুত্র মারাদোনাকে। ৬০ তম জন্মদিন পালনের কিছুদিন পরেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হয় মারাদোনাকে। চিকিৎসকদের মত অনুযায়ী মস্তিষ্কে রক্ত জমাট বেধে গিয়েছিল এই ফুটবল তারকা। ফলতো আর্জেন্টিনারই এক হাসপাতালে ভর্তি করা হয় তাকে।
মস্তিষ্কে বেশ কিছুক্ষণ অস্ত্রোপচারের পর চিকিৎসকরা জানান, রুটিন অপারেশন সাকসেসফুল। আপাতত সুস্থতার পথে মারাদোনা। কিন্তু তাতেও স্বস্তি মিলল না ফুটবল রাজপুত্রের। হাসপাতাল থেকে বেরিয়েই তাকে এখন রওনা হতে হবে রিহ্যাব সেন্টার এর উদ্দেশ্যে। অতিরিক্ত মদ্যপান এবং মাদক সেবনেই শরীরেকে আরো বেশি অসুস্থ করে তুলেছেন তিনি।তাই এই কিংবদন্তিকে মেয়ে জিয়ান্নিনোর বাড়ির কাছেই টাইগ্রে নামের এক স্থানে রিহ্যাবে কাটাতে হবে বেশ কিছু সময়।
সম্প্রতি মারাদোনার চিকিৎসক লিয়াপ্লোদো লুকে তার একটি ছবি পোস্ট করেন ইনস্টাগ্রামে। যেখানে দেখা যাচ্ছে মাথায় ব্যান্ডেজ বাঁধা অবস্থায় মারাদনা জড়িয়ে ধরেছেন তাকে। হাসপাতালের বাইরে অগুনতি দর্শক এবং প্রচারমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত থাকলেও তাদের উদ্দেশ্যে কোনো কথা বলেননি মারাদোনা।
তার আইনজীবী মাতিয়াস মোরলা জানান, “সম্ভবত এই সময়ে জীবনের কঠিনতম সময়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে মারাদোনাকে। মস্তিষ্কে জমাটবাধা রক্তের জন্য প্রাণ হারানোর সম্ভাবনাও ছিল।কিন্তু তার সঠিক সময় ধরা পড়ে। এখন পরিবারের সকলের মারাদোনার পাশে থাকা দরকার। “