দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ আইপিএলের প্রত্যেকটি মরশুমের মধ্যে এই প্রথম প্লে অফসে পৌঁছাতে পারেনি চেন্নাই সুপার কিংস। শুধু তাই নয় হলুদ বাহিনীর প্রদর্শনও এবার যথেষ্ট খারাপ। সেক্ষেত্রে অনেকেই জল্পনা করেছিলেন আন্তর্জাতিক ক্রিকেটের মত আইপিএল থেকেও হয়তো নিরবে সরে দাঁড়াবেন ধোনি।কিন্তু আপাতত এমন কোনো চিন্তা যে তার মাথায় নেই, এ কথা শেষ ম্যাচে পরিষ্কার জানিয়ে দিয়েছেন মাহি।
তবে এবার জল্পনা তৈরি হলো তার অধিনায়কত্বে থাকা নিয়ে। এবারের গোটা আইপিএল জুড়ে তেমন ছন্দে চলেনি মহেন্দ্র সিংহ ধোনির ব্যাট। ফলতো এবার কি হটসিট যেতে বসেছে তার।সূত্রের খবর অনুযায়ী সিএসকে ম্যানেজমেন্টের একাংশের মত পরবর্তী আইপিএলের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ান মাহি। এমনকি নতুন অধিনায়ক হিসেবে উঠে এসেছে ফ্যাফ ডুপ্লেসির নামও। দক্ষিণ আফ্রিকার হয়ে দীর্ঘকালীন অধিনায়কত্ব করার অভিজ্ঞতা রয়েছে তার। এবারের আইপিএলে ও যথেষ্ট ভাল ফর্মে ছিলেন তিনি। সেই কারণেই ধোনির কাঁধ থেকে বোঝা নামিয়ে তাকে নিজের মতো খেলতে দেবার সিদ্ধান্ত নিতে পারে টিম ম্যানেজমেন্ট।
এই সিদ্ধান্তের সঙ্গে একমত ভারতীয় দলের প্রাক্তন ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গারও।এদিন সঞ্জয় বলেন, “২০১১ সালের পর ধোনি ভারতীয় অধিনায়ক থাকলেও পরিস্থিতি বদলাচ্ছিল। অস্ট্রেলিয়া-ইংল্যান্ডে খারাপ পারফরম্যান্সের পরে ওর কাছে আর অন্য রাস্তা ছিল না। তারপরই ধোনি টেস্ট অধিনায়কত্ব ছেড়েছিল বিরাটকে।
সিএসকে শিবিরের কিন্তু উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে ধোনিকে প্রয়োজন পরের মরশুমেও। তবে ছাড়া উচিত অধিনায়কত্ব। ফ্যাফকে দায়িত্ব দিয়ে দল সামলানোর বাকি কাজ চালাক ধোনি।”