দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ দেশবাসীকে দীপাবলীর শুভেচ্ছা জানালেন ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি। ২৭ নভেম্বর থেকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য আপাতত অস্ট্রেলিয়ায় রয়েছে ভারতীয় দল। রয়েছেন অধিনায়ক বিরাট কোহলিও।১৭ ডিসেম্বর থেকে শুরু প্রথম টেস্ট। সেই টেস্ট খেলেই পিতৃত্বকালীন ছুটি নিয়ে দেশে ফিরবেন বিরাট।
তবে তার আগে সমর্থক ও ভক্তদের দীপাবলীর শুভেচ্ছা জানাতে ভুললেন না দিল্লির এই তারকা ক্রিকেটার। একইসঙ্গে দেশবাসীর উদ্দেশ্যে বাজি না পোড়ানোর অনুরোধও করলেন তিনি।নিজের টুইটার হ্যান্ডেল থেকে এক ভিডিও বার্তায় তিনি বলেন,” আপনাকে ও আপনার পরিবারকে আমার তরফ থেকে হ্যাপি দিওয়ালি। শান্তি সমৃদ্ধি ও আনন্দ সঙ্গী হোক আপনাদের। দয়াকরে পরিবেশের কথা মাথায় রেখে কেউ বাজি পড়াবেন না। বাড়িতে পরিবারের সঙ্গে সময় কাটান আনন্দ করুন, প্রদীপ জ্বালিয়ে ও মিষ্টিমুখ করে।”
একা কোহলি নন, ভিভিএস লক্ষ্মণ, হরভজন সিংহ, গৌতম গম্ভীর এবং বীরেন্দ্র সেওয়াগের মতো খেলোয়াড়রাও বিশ্ববাসীকে দীপাবলীর শুভেচ্ছা জানিয়েছেন টুইটের মাধ্যমে। লক্ষণ টুইট করেন,”সবাইকে শুভ দীপাবলি। আপনার জীবন আলোকিত হোক শান্তি, সমৃদ্ধি, আনন্দ ও সুস্বাস্থ্যে।” গৌতম গম্ভীর বলেন, “সমস্ত অন্ধকার দূর হোক আলোর উৎসবে। আশা ও সমৃদ্ধির নয়া যুগের সূচনা হোক।” বীরু বলেন, ” আপনাদের পথ আলোকিত থাক ভালোবাসা ও আনন্দে।”