দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে।সিরিজ খেলার আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল প্রস্তুতিপর্ব।বিশেষত বর্তমান পরিস্থিতিতে অনুশীলনকে কেন্দ্র করে নানা প্রশ্ন তো ছিলই। যদিও অস্ট্রেলিয়া জানিয়েছিল খেলোয়াড়দের অনুশীলনের কোন অসুবিধা হবে না। বায়ো বাবেলে থাকলেও হোটেলের পাশেই তাদের স্টেডিয়ামে অনুশীলন করার সুযোগ দেয়া হবে।
দুদিনের জেটল্যাক কাটিয়ে তাই আজ মাঠে নেমে পড়লো ভারতীয় দল। এবার কোনরকম খামতি রাখতে চায়না বিরাট বাহিনী। কারণ এবার লড়াই সেয়ানে সেয়ানে। গতবার ভারত অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ জয় করেছিল ঠিকই, কিন্তু সেই দলে ছিলেন না ডেভিড ওয়ার্নার কিম্বা স্টিভ স্মিথ। সুতরাং অনেকেই সেই জয়কে ভারতের শ্রেষ্ঠ জয় গুলির মধ্যে রাখতে চায়নি।
এবার সম্পূর্ণ শক্তিশালী অস্ট্রেলিয়ার সামনে পরীক্ষা হবে ভারতের। তাই পুরোদমে প্রস্তুতি একান্ত জরুরী। কোনরকম দ্বন্দ্ব না রেখে আজ তাই মাঠে নেমে পড়ল ভারতীয় দল। প্রস্তুতিপর্বে দেখা গেল যুবেন্দ্র চাহাল কুলদীপ যাদবদেরও। নিজের টুইটার হ্যান্ডেল থেকে কুলদীপের ছবি পোস্ট করে কাকে আজ ভাই বলে সম্বোধনও করেন চাহাল। অন্যদিকে অস্ট্রেলিয়াও তৈরি হচ্ছে সম্পূর্ণভাবে।
মাঠে নামার আগেই শুরু হয়ে গেছে তাদের চিরাচরিত স্লেজিং। সুতরাং জবাব দিতে প্রস্তুত থাকতে হবে ভারতীয় দলকেও।