দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ নোভাক জোকোভিচ নামের সাথে ভারতীয়রা যতখানি পরিচিত হয়তো তিনি ভারতের সাথে ততখানি নন। রজার ফেডেরারের পর অনেক ভারতীয় টেনিসপ্রেমীরই মন জয় করে নিয়েছেন জোকোভিচ। এটিপি র্যাঙ্কিং তালিকায় এখনো শীর্ষস্থানে রয়েছেন সার্বিয়ার এই পেশাদার টেনিস তারকা।


আজ ভারতীয় ফ্যানদের উদ্দেশ্যে দীপাবলির শুভেচ্ছা জানিয়ে নিজের ফেসবুক পেজে তিনি লেখেন, ” দীপাবলির শুভেচ্ছা জানাই তাদের প্রত্যেককে যারা আজ এই উৎসব পালন করছেন। ভালোবাসা ও আলোর এই উৎসবে সকলের জন্য শুভকামনা। “
জার্মানির ফুটবল তারকা ওজিলও আজ শুভেচ্ছা জানান তার ভারতীয় ভক্ত-সমর্থকদের। নিজের টুইটার হ্যান্ডেল থেকে টুইট করে এই জার্মান তারকা লেখেন, “আমার সমস্ত ভারতীয় ভক্তদের দীপাবলীর শুভেচ্ছা জানাই। বিশেষত বর্তমান এই পরিস্থিতিতে।
নিজের টুইটার হ্যান্ডেল থেকে টুইট করে ভারতীয় ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন চেন্নাই দলের অন্যতম প্রতিনিধি তথা অস্ট্রেলিয়া ক্রিকেট তারকা শেন ওয়াটসন।নিজের সমস্ত ভারতীয় ভক্তদের উদ্দেশ্যে তিনি লেখেন, “আমার সমস্ত ভারতীয় বন্ধুদের জানাই দীপাবলীর হার্দিক শুভেচ্ছা। আপনার পরিবারের সমস্ত মানুষের সাথে আজকের এই বিশেষ মুহূর্তটি উপভোগ করুন। “