দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ সোশ্যাল মিডিয়ায় নিজেদের ভক্তদের সকাল থেকেই শুভেচ্ছা জানাচ্ছেন ভারতীয় কৃতিরা।ক্রিকেটারদের মধ্যে শুভেচ্ছা জানিয়েছেন ভিভিএস লক্ষ্মণ, বীরেন্দ্র সেওয়াগ, হরভজন সিং, বিরাট কোহলি সহ প্রত্যেকেই। ভারত অধিনায়ক দেশবাসীকে অনুরোধ করেছেন এবছর বাজি না পোড়াতে। এবার শুভেচ্ছা জানালেন ক্রিকেটের ভগবান শচীন টেন্ডুলকারও।
নিজের এক টুইট বার্তায় প্রথমে দীপাবলির ছবি পোস্ট করে তিনি লেখেন, “আশা রাখি আজ আপনি অন্য কারোর জীবনের আলো এবং আনন্দের কারণ হয়ে উঠবেন। শুভ দীপাবলি। “
এরপর নিজের ফেসবুক পেজ থেকে ভক্তদের উদ্দেশ্যে একটি ভিডিও বার্তাও পোস্ট করেন লিটিল মাস্টার। যেখানে দেখা যায় প্রদীপ জ্বালিয়ে দীপাবলি পালন করছেন শচীন। সেই ভিডিওবার্তায় তিনি আবার সকলকে দীপাবলির জন্য শুভেচ্ছা জানান।
দেখুন ভিডিওঃ
https://www.facebook.com/SachinTendulkar/videos/640494799979514/