দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ সিডনিতে বড়সড় দুর্ঘটনা থেকে রেহাই পেল বিরাট বাহিনী। সিডনির পূলমান হোটেলে উঠেছে ভারতীয় ক্রিকেট দল। বিরাট কোহলি সহ গোটা টিম আপাতত রয়েছেন কোয়ারেন্টাইনে। করোণা পরীক্ষায় পুরো দলের রিপোর্ট নেগেটিভ আসার পরে আজ ট্রেনিংয়ের জন্য মাঠে নেমে পড়েন তারা।
আর এইসময়েই ঘটে গেল অপ্রত্যাশিত দুর্ঘটনা। সিডনির ভারতীয় ছাউনি থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরে ক্রোমার ক্রিকেট ক্লাবের মাঠে ভেঙে পড়ে একটি হালকা প্লেন। খুব অল্পের জন্য রক্ষা পান ক্লাবের স্পোর্টিং শেডে দাঁড়িয়ে থাকা ১২ জন মানুষ। ক্রোমার ক্রিকেট ক্লাবের প্রেসিডেন্ট জানান,”আমি দেখলাম প্লেনটা আকাশ থেকে নেমে আসছে। দেখামাত্র স্পোর্টিং শেডে দাঁড়ানো লোকজনদের বললাম দৌড়াও তোমরা। সবাই দৌড়াও। শোনা মাত্র সবাই ছুটতে শুরু করল।প্রচুর ধোঁয়া বের হচ্ছিল প্লেনটা থেকে। মনে হচ্ছিল যেকোনো সময় একটা বিস্ফোরণ হবে।”
যদিও প্লেন ভেঙে পড়ে কয়েকজন আহত হয়েছেন ঠিকই তবে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। আপাতত কোয়ারেন্টাইনে থাকার কারণে ক্রিকেটারদের বাইরে বেরোনোর অনুমতি নেই। তাই হয়তো এই দুর্ঘটনা থেকে বেঁচে গেল ভারতীয় দল।