দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ আলোর দীপাবলিতে দেশবাসীকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়েছেন প্রিয় ক্রিকেটাররা। বিরাট কোহলি, শচীন টেন্ডুলকার, হরভজন সিং, ভিভিএস লক্ষণ থেকে শুরু করে বিদেশি খেলোয়াড়রাও ভারতীয় সমর্থকদের শুভেচ্ছা জানাতে ভোলেননি। এবার দেশবাসীকে দীপাবলীর শুভেচ্ছা জানালেন বাংলার মহারাজ তথা বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী।
আলোর উৎসবে টুইটারে সমস্ত সমর্থকদের শুভেচ্ছা জানিয়ে তিনি লেখেন, “আপনাদের সকলকে জানাই দীপাবলীর শুভেচ্ছা। প্রার্থনা করি এই উৎসব সকলের জীবনে আনন্দ এবং সমৃদ্ধি বয়ে আনুক। “
এরপর স্ত্রী ডোনা গাঙ্গুলী এবং কন্যা সানার সঙ্গে নিজের দীপাবলি পালনের ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেন সৌরভ। এর আগে নিজের দীপাবলি পালনের ছবি শেয়ার করেছিলেন শচীন। বিশেষ ভিডিওবার্তায় ভক্তদের উদ্দেশ্যে দীপাবলীর শুভেচ্ছা ও জানিয়েছিলেন মাস্টার। এবার সামনে এলো তার অপর ওপেনিং পার্টনারের দীপাবলি পালনের ছবি।


https://www.instagram.com/p/CHk-MW6AQZt/?igshid=1wkiqp2rpf0qz