দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ আইএসএলের জন্য সমস্ত দলের প্রস্তুতি শুরু হয়েছে ইতিমধ্যেই। ইস্টবেঙ্গলের মত অনেকে তো সবুজ ময়দানে প্রস্তুতি ম্যাচে গা ঘামিয়েও ফেলেছেন। বিশেষত আইপিএলে কলকাতার প্লে অফসে না যেতে পারার পর এখন আইএসএলই শেষ ভরসা বাঙালির। তাই এখন ফুটবল ফিভারে ভুগছে গোটা ভারত।
এর মধ্যেই ভারত তথা বেঙ্গালুরু অধিনায়ক সুনীল ছেত্রীর মুখ থেকে শোনা গেল বড় বয়ান। বায়ো বাবোলে থাকার সমস্যার কথা কার্যত স্বীকার করে নিয়ে তিনি বলেন, জৈব সুরক্ষার বৃত্তের মধ্যে থেকে খেলা চালিয়ে যাওয়া অত্যন্ত কঠিন কাজ। শুধু সুনীল নয় একই কথা স্বীকার করে নিয়েছিলেন আইপিএলের ক্রিকেটাররাও। বিশেষত প্লেয়ারদের মানসিক স্বাস্থ্য বজায় রাখার ক্ষেত্রে বায়ো বাবেল বড় সমস্যার কারণ হয়ে দেখা দিয়েছে। তবে বর্তমান পরিস্থিতিতে বায়ো বাবেলের ভূমিকা কত গুরুত্বপূর্ণ তাও স্বীকার করে নিয়েছেন সুনীল।
এ প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন, “বন্ধুরা আশা করি তোমরা ভালো আছ। এই নিয়ে তৃতীয় সপ্তাহ আমরা বায়ো-বাবলে রয়েছি। এটা খুব একটা সহজ ব্যাপার নয়, কিন্তু অবশ্যই জরুরি। আমরা দিনে দু’বার অনুশীলন করে নিজেদের প্রস্তুত করছি। আর মাত্র দশ দিনের অপেক্ষা। আমি নিশ্চিত আমাদের মতো তোমরাও আইএসএল শুরুর জন্য মুখিয়ে রয়েছ।”
আইএসএলের প্রস্তুতিপর্বে ইতিমধ্যেই দুটি প্রস্তুতি ম্যাচ খেলে ফেলেছে বেঙ্গালুরু। দলের পক্ষ থেকে অধিনায়ক হিসেবে মাঠে নামার জন্য তারা যে মুখিয়ে আছেন একথা আজ পরিষ্কার জানিয়ে দেন সুনীল। আইএসএলের এবারের লড়াই গতবারের তুলনায় যে অনেকটাই কঠিন হবে এ নিয়ে কোন সন্দেহ নেই। তাই প্রস্তুতি পর্ব শুরু করেছে সমস্ত দলই।ইস্টবেঙ্গলের পক্ষে যেমন আক্রমণভাগে জোর দিচ্ছেন ফাউলার। তেমনি এটিকে মোহনবাগানের ক্ষেত্রে রক্ষণভাগে জোর দিচ্ছেন হাভাস। সুতরাং লড়াই জমে যাবে এ নিয়ে কোন সন্দেহ নেই।
এবারের আইএসএলে ভালো ফল করার জন্য মুখিয়ে আছে বেঙ্গালুরু এফসিও। কঠিন নিয়ন্ত্রণের মধ্যে হোটেলে বসেই প্রিয় লেখকের বই এবং ওয়েব সিরিজ দেখে খেলা পরবর্তী সময় কাটাতে হচ্ছে সুনীলকে। মানসিক ভাবে এ যে অত্যন্ত কঠিন চ্যালেঞ্জ এ নিয়ে কোন সন্দেহ নেই। তবে চ্যালেঞ্জ নিয়েই মাঠে নামতে মুখিয়ে রয়েছে তার দল।