দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ আজ থেকে ঠিক ৩১ বছর আগে এই দিনে শুরু হয়েছিল লিটলমাস্টারের ম্যারাথন ক্যারিয়ার। ১৯৮৯ সালে আজকের দিনেই ব্যাট হাতে প্রথম ভারতীয় জার্সিতে সবুজ ময়দান ছুঁয়েছিলেন শচীন। আশ্চর্য হল এই যে ২০১৩ সালে ২৪ বছর বাদে শচীনের আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ হয় এই ১৫ নভেম্বরেই। এর মাঝেই তিনি করেছেন বিরল সমস্ত ইতিহাস।
করাচিতে পাকিস্তানের বিরুদ্ধে অভিষেক টেস্টে সেদিন মাত্র ১৫ রানেই ফিরে যেতে হয়েছিল শচীনকে। হয়তো সেদিন কেউ ভাবতেই পারিনি এই ছোট্ট ছেলেটিই একদিন হবে ভারতের ক্রিকেটের ভগবান।আর মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে কেরিয়ারের শেষ টেস্টে তার ব্যাট থেকে এসেছিল ৭৪ রানের ঝকঝকে ইনিংস।
আজ তাই বিরল কৃতিত্বের অধিকারী এই মানুষটিকে শ্রদ্ধা জানাতে শচীনের ছবি পোস্ট করল বিসিসিআই। বিসিসিআই তরফে টুইটে লেখা হয়, “এই দিনে ১৯৮৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল সচিনের। ২০১৩ সালে এই দিনই কিংবদন্তি শেষ বারের মতো টিম ইন্ডিয়ার হয়ে ব্যাট করতে নেমেছিলেন। বিশ্ব জুড়ে কোটি কোটি মানুষকে অনুপ্রাণিত করার জন্য ধন্যবাদ।”
বিশ্বের ক্রিকেটপ্রেমীদের শচীনের রেকর্ড আলাদা করে মনে করিয়ে দেবার কিছু নেই। ম্যারাথন ক্যারিয়ারে আন্তর্জাতিক ক্রিকেটে মোট ১০০ টি শতরান করেছেন তিনি। যার মধ্যে রয়েছে একদিনের ক্রিকেটের ৪৯ টি এবং টেস্ট ক্রিকেটের ৫১ টি সেঞ্চুরি। টেস্ট ও একদিনের ক্রিকেট মিলিয়ে মোট ৩৪,৩৪৭ রান সংগ্রহ করেছেন তিনি। এর সাথে খেলেছেন ৬টি বিশ্বকাপও আবার অন্যদিকে বিশ্বের প্রথম ব্যাটসম্যান হিসেবে ওয়ানডে ক্রিকেটে ২০০ রান করার রেকর্ডও রয়েছে তার নামে।