দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ বিভিন্ন অনুষ্ঠানে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে আসছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। নিজের ফ্যানেদের এর আগেও বহুবারই বিভিন্ন বিষয়ে সচেতন করেছেন তিনি। কিন্তু সমস্যা দেখা দিল কোহলির দীপাবলি সংক্রান্ত টুইট নিয়ে।
গতকাল এক ভিডিও বার্তায় কোহলি বলেন, “আপনাকে ও আপনার পরিবারকে আমার তরফ থেকে হ্যাপি দিওয়ালি। শান্তি সমৃদ্ধি ও আনন্দ সঙ্গী হোক আপনাদের। দয়াকরে পরিবেশের কথা মাথায় রেখে কেউ বাজি পড়াবেন না। বাড়িতে পরিবারের সঙ্গে সময় কাটান আনন্দ করুন, প্রদীপ জ্বালিয়ে ও মিষ্টিমুখ করে।”
এ পর্যন্ত সবই ঠিকঠাক ছিল কিন্তু হঠাৎ কোহলির বাজিনা পোড়ানোর বার্তাকে নিয়ে ক্ষুব্ধ হয়ে ওঠেন নেটিজেনরা। নানা মন্তব্য শুরু হয় টুইটার হ্যান্ডেলে। কেউ কেউ তো এমনও বলে বসেন, যার নিজের এতগুলো গাড়ি আছে তিনি দূষণ সম্পর্কে জ্ঞান দিচ্ছেন ভাবতে অবাক লাগছে। অনেকে অবশ্য সত্যিই সীমা অতিক্রম করে গেছেন। এদিন টুইটারে এক ইউজার লেখেন,” আপনি ক্রিকেটার। আমরাই আপনাকে ভালবাসা, পরিচিতি, সম্মানে ভরিয়ে দিয়েছি। তাই বলে এটা কখনও ভাববেন না যে আপনি হিন্দুদের সামাজিক বা ধর্মীয় গুরু। অকারণ জ্ঞান দেবেন না। আপনি সেটা দেওয়ার উপযুক্ত ব্যক্তি নন।”
আরেক ইউজার লেখেন, ”এই মানুষটার মেরুদণ্ড নেই। পশুদের হত্যা করার উত্সবের সময় ইনি কিছু বলেন না। উনি শুধু বলবেন, পশুরা বাজি ফাটলে ভয় পায়।”
এই নজিরবিহীন আক্রমণের শিকার কোহলির ক্ষেত্রে প্রথমবার নয় যদিও কিন্তু এক এক সময় ভক্তদের ক্ষোভ কত মারাত্মক হতে পারে, তা বুঝিয়ে দিতে এটি যথেষ্ট। ভারতীয় ভক্তদের সরকারি নিয়ম-নীতি মেনে চলারই পরামর্শ দিয়েছিলেন বিরাট। দূষণের কথা মাথায় রাখলে তার এই বার্তায় কোন ভুল নেই। তবে তার জন্য যেভাবে আক্রমণ করা হয়েছে এই ক্রিকেটারকে তা সত্যিই কাম্য নয়।