দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ চলে গেলেন সৌমিত্র চট্টোপাধ্যায়, বাংলা স্বর্ণযুগের সম্ভবত শেষ নায়ক।যিনি দাপটের সঙ্গে নিজের কাঁধে তুলে নিয়েছিলেন বাংলা সিনেমার দায়িত্ব এবং শেষ দিন পর্যন্ত তার সামলে গেছেন নিজের মত করে। সত্যজিৎ রায়ের পরিচালনায় তার অভিনয় অনন্য মাত্রা পেলেও তারপরে ও নিজের প্রতিভার বিকাশে কখনো এতোটুকু আঁচ আসতে দেননি তিনি।
তাই আজ তার মৃত্যু সংবাদ আসার পরেই শোকোস্তব্ধ ভক্তরা। রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে চলচ্চিত্রের নানা পর্যায়ের কৃতিরা আজ স্মৃতিচারণায় মুখর। কারণ মতো চলে গেলেন ফেলুদা কারোর মতো চলে গেলেন ক্ষীদ্দা। আজ সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে নিজের স্মৃতিরোমন্থন করেছেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ও। তার জনপ্রিয় অনুষ্ঠানে অনেকবারই তিনি কাছে পেয়েছেন সৌমিত্রবাবুকে। তাই এইসব সংবাদের পর টুইটারে স্মৃতি রোমন্থন করতে গিয়ে তিনি বলেন, “আপনি অনেক করেছেন, আশা রাখি আপনার এই চিরনিদ্রা শান্তিময় হবে।”
উত্তম কুমারের পর বাংলা চলচ্চিত্রের তিনি শুধু একচ্ছত্র নায়ক নন, নানা চরিত্রে বারবার নিজেকে ভেঙে করে নতুন রূপে উপস্থাপনা করেছেন তিনি। নায়ক হিসেবে ব্র্যাত্য হয়ে যাবার পরেও, চরিত্রাভিনেতা হিসেবে তার কদর এতটুকু কমেনি। শেষ বয়সেও “বেলাশেষে”, “পোস্ত” কিংবা “প্রাক্তন”-এর মতো ছবিতেও তার অসাধারণ অভিনয় মন কেড়ে নিয়েছে সকলের। এক অর্থে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি চির-সৌমিত্রময়। আজ তার চলে যাওয়া যেমন ব্যথিত করেছে শিল্পীদের তেমনি ব্যথিত করেছে অন্য জগতের অগুনতি ভক্তদেরও।