দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ ভারতীয় পেস বোলারদের মধ্যে সেরা হিসেবে যশপ্রীত বুমরাহকেই বেছে নিলেন প্রাক্তন অস্ট্রেলীয় পেসার জেসন গিলেসপি।নিজের সময়ে লি-ম্যাগ্রাথদের পাশাপাশি যথেষ্ট শক্তিশালী বোলার হিসেবে উঠে এসেছিলেন তিনি। রাহুল দ্রাবিড়, শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলী, ভিভিএস লক্ষণের মত ভারতীয় তারকাদেরও যথেষ্ট সমস্যার মুখে ফেলতে সক্ষম হয়েছিলেন তিনি। তাই তার মন্তব্য ভীষণ গুরুত্বপূর্ণ।
গিলেসপি বলেন , “কেরিয়ার শেষ করার সময় বুমরাহ সুপারস্টার হয়ে উঠবে। তিন ফরম্যাটেই ভারতের সর্বকালের সেরাদের অন্যতম হয়ে উঠবে ও, এ নিয়ে কোনও সংশয় নেই।আমার মনে হয় এ বার ভারতের পেস আক্রমণ অতীতের থেকে অনেক বেশি শক্তিশালী। আগে যাঁরা এ দেশে এসেছেন তাঁদের কাউকে অশ্রদ্ধা না করেই এটা বলছি। এখনকার ভারতীয় পেসাররা কিন্তু দুর্দান্ত।”
শুধু বুমরাহ নন ইশান্ত শর্মা এবং মহম্মদ শামিদেরও যথেষ্ট প্রশংসা করেন এই প্রাক্তন তারকা পেসার। ইশান্ত শর্মা এবং শামি প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন,” শামি তো অসাধারণ বটেই, ঈশান্তও দেখিয়ে দিয়েছে ও কত ভালো মানিয়ে নিতে পারে। ক্যারিয়ারে যথেষ্ট ওঠা-পড়া গেছে ওর। কিন্তু ইশান্ত সহনশীলতা দেখিয়েছে।ভারতের গর্বিত বোধ করা উচিত যেভাবে ও নিজের কাজটা মন দিয়ে করছে এবং নিজেকে বারবার নিত্য নতুনভাবে আবিষ্কার করছে। এছাড়া ভারতের রয়েছে ভুবনেশ্বর কুমার। যদিও ও এখন আহত। আশা করছি ও দ্রুত সুস্থ হয়ে উঠবে। এছাড়া উমেশ যাদবও যথেষ্ট গতি যোগ করেছে।”
তার সময়ে ভারতীয় পেসার হিসেবে গিলেসপি দেখেছিলেন জাভাগাল শ্রীনাথ, জাহির খানদের। আজ সেই প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন,”শ্রীনাথ অসাধারণ বোলার ছিল। জাহিরও ভারতীয় সিম বোলিংয়ে অন্য মাত্রা যোগ করেছিল। যদিও বিভিন্ন যুগের মধ্যে তুলনা করা কঠিন। তবে তখনকার পেস বোলিংয়ের সঙ্গে এখনকার তফাত মূলত গভীরতায়। আমি নিশ্চিত নই যে আগে ভারতের পেস বোলিংয়ে এত গভীরতা ছিল কিনা।”