দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ চোট সত্ত্বেও ঋদ্ধির দলে নির্বাচন নিয়ে অনেকেই সমালোচনায় মুখর হয়েছিলেন। রোহিতের প্রসঙ্গ টেনে নিয়ে অনেকেই বলেছিলেন চোট থাকা সত্ত্বেও দলে রয়েছেন ঋদ্ধিমান অথচ নেই রোহিত। এ প্রসঙ্গে এতোদিন কিছু না বললেও এবার মুখ খুললেন বিসিসিআই প্রেসিডেন্ট।
সৌরভ বলেন,”ভারতীয় বোর্ড কিভাবে কাজ করে তা সকলে জানে না। ভারতীয় দলের সমস্ত ট্রেনার, ফিজিও এবং বিসিসিআই সহ ঋদ্ধি নিজেও জানে ওর দুই হ্যামিংয়ে চোট রয়েছে। তবে টেস্ট সিরিজের আগে ও ফিট হয়ে যাবে বলেই ওকে দলে রাখা হয়েছে।”
প্রসঙ্গত উল্লেখ্য আপাতত দলের সঙ্গেই অস্ট্রেলিয়া সফরে রয়েছেন ঋদ্ধিমান। আইপিএলের দুরন্ত ফর্মে থাকার সত্বেও চোটের কারণে অস্ট্রেলিয়া সফর নিয়ে প্রশ্ন উঠেছিল। তবে ভারতীয় বোর্ড তাকে দলের বাইরে রাখেনি। ঋদ্ধির দুরন্ত ফর্মকে কাজে লাগাতে বদ্ধপরিকর তারা। তাই যুদ্ধকালীন তৎপরতায় সঙ্গে তার শুশ্রূষা চলছে। দলের সাথে থেকে ঋদ্ধি নিজেও চান নিজের সমস্তটুকু উজার করে দিতে। বিশেষত অস্ট্রেলিয়ার পেস বোলিং সহায়ক উইকেটে তার মত দক্ষ উইকেট কিপার ভীষণই প্রয়োজন ভারতীয় দলের।
তবে একান্ত তাকে পাওয়া না গেলে দলে রাখা হয়েছে রিষভ পান্থকেও। আপাতত দলের ব্যাকআপ উইকেটকিপার হলেও ঋদ্ধির চোটের কারণে সুযোগ আসতে পারে তার। প্রসঙ্গত উল্লেখ্য আজ সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রয়াণে টুইট করে শেষ শ্রদ্ধা জানিয়েছেন ঋদ্ধিমানও। নিজের টুইটার হ্যান্ডেল থেকে আজ তিনি লেখেন, “হঠাৎই কিংবদন্তি সৌমিত্র চট্টোপাধ্যায়ের মৃত্যুর খবর পেলাম। তাঁর আত্মার চিরশান্তি লাভ করুক।”