দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ কিছুদিন আগেই বিসিসিআই জানিয়েছে আগামী আইপিএল হবে পরের বছর এপ্রিল-মে মাসে। সূত্রের খবর অনুযায়ী এই আইপিএলে যুক্ত হতে চলেছে আটটির বেশি দল। ইতিমধ্যে এমন কথাও শোনা গেছে যে দল কিনতে পারেন সঞ্জীব গোয়েঙ্কা। একটি বা দুটি দল আইপিএলে যুক্ত হলে তার জন্য দরকার মেগা নিলাম। ইতিমধ্যে সেই নিয়েও ভাবনাচিন্তা শুরু করেছে বোর্ড।
অনেকে মনে করছেন এর কারণেই রঞ্জি ট্রফির আগে বিসিসিআই আয়োজন করতে পারে সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি টুর্নামেন্ট। বিশেষত আইপিএল অকশনের কথা মাথায় রেখে ভারতীয় খেলোয়াড়দের জন্য এই টুর্নামেন্ট আয়োজন করার পরিকল্পনা রয়েছে বিসিসিআইয়ের। লকডাউন পরবর্তীতে ঘরোয়া ক্রিকেট শুরু হওয়ার কথা ছিল রঞ্জি ট্রফির মধ্যে দিয়েই। সে ক্ষেত্রে এবছর আদৌ সৈয়দ মুস্তাক আলি ট্রফি আয়োজন করা হবে কিনা যথেষ্ট সন্দেহ ছিল সেই নিয়ে।
তবে এখন পরিস্থিতি বদলেছে ইউ শোনা যাচ্ছে যে বোর্ড ইতিমধ্যেই কয়েকটি রাজ্য সংস্থাকে প্রস্তুত থাকতে অনুরোধ করেছে। যে রাজ্যগুলিতে একাধিক মাঠ রয়েছে এবং বায়ো বাবেল তৈরীর জন্য উপযুক্ত পরিস্থিতি রয়েছে সেই দিকেই এখন নজর দিচ্ছে বিসিসিআই। নাম প্রকাশে অনিচ্ছুক এক রাজ্য সংস্থার কর্তা সংবাদ সংস্থা পিটিআইকে জানান,”হ্যাঁ, এবছর নীচের দিকের দু’টি বা তিনটি দলের জন্য আইপিএল নিলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা সেই দলগুলিতে ভারতীয় প্রতিভার প্রয়োজন রয়েছে। তাই নিলাম আবশ্যক হয়ে দাঁড়িয়েছে। সুতরাং, একটাই যুক্তিসঙ্গত উপায় যে, রঞ্জির আগে মুস্তাক আলি টি-২০ আয়োজন।”