দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ জাতীয়দলের নির্বাচক আর কিছুদিনের মধ্যেই নির্বাচন করতে চলেছে ভারতীয় বোর্ড। এক্ষেত্রে একদিকে যেমন রয়েছে মানিন্দর সিংহ, চেতন শর্মার মত অভিজ্ঞ ক্রিকেটারদের নাম। তেমনি কানাঘুষো উঠে আসছে অজিত আগারকারকে নিয়েও।পূর্বাঞ্চল থেকে শিব সুন্দর দাসকে কঠিন টক্কর দিতে পারেন রণদেব বসু। ভারতীয় দলের সঠিক নির্বাচনের জন্য উপযুক্ত নির্বাচকমণ্ডলীর একান্ত প্রয়োজন। বিশেষত আগের নির্বাচকদের বেশ কিছু ভুল সিদ্ধান্তের পরে অনেকেই প্রশ্ন তুলেছিলেন, নির্বাচকমণ্ডলীতে বড়ো নাম নেই কেন?
অন্তত এমন নাম দরকার, যার ক্রিকেট খেলার দীর্ঘ অভিজ্ঞতা এবং ক্রিকেটারদের বোঝার অভিজ্ঞতা রয়েছে। সেক্ষেত্রে আজিত আগারকার যদি লড়াইয়ে নামেন তাহলে জাতীয় নির্বাচক মন্ডলীর চেয়ারম্যান পদে তার সিলেকশন একরকম পাকা। কারণ বড় ক্রিকেটার হিসেবে যেমন এক কথায় উঠে আসে অজিত আগারকারের নাম তেমনি ২৩১ টি আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তার ঝুলিতে।দেশের হয়ে ১৯১ টি একদিনের ম্যাচে ২৮৮টি এবং ২৬ টি টেস্টে ৫৮ টি উইকেট শিকার করেছেন তিনি। এই দীর্ঘ অভিজ্ঞতার কারণে সহজে সিলেকশন কমিটির চেয়ারম্যান পদে আসীন হতে পারেন তিনি।
বিসিসিআই নির্বাচকমণ্ডলী নিযুক্তির ক্ষেত্রে আঞ্চলিক প্রাধান্যকে কমালেও একই অঞ্চল থেকে দুজন সিলেক্টর নির্বাচন করা কঠিন। সেক্ষেত্রে মনিন্দর এবং চেতনের পারস্পরিক লড়াই হতে পারে একটি পদের জন্য।