দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ দারুন লড়াই করেও শেষ রক্ষা করতে পারল না রোনাল্ডোর পর্তুগাল। পর্তুগালকে ১-০ গোলে হারিয়ে উএফা নেশনস লীগে শেষ চারে জায়গা করে নিলো ফ্রান্স। ৫৯ মিনিটের মাথায় ম্যাচের একমাত্র গোলটি করে ফ্রান্সকে জয় এনে দেন এনগোলো কানতে।
যদিও ম্যাচের প্রথম অর্ধ ছিল গোলশূন্য। অনেক বেশি পাস খেলে ম্যাচে বল পজিশনও হোল্ড করছিলেন রোনাল্ডোরা। বল দখলের লড়াইয়ে ৪৯℅ বল ছিল পর্তুগালের কাছে। কিন্তু তাও শেষ রক্ষা হলো না। বিশেষত ক্রিশ্চিয়ানো রোনাল্ডো যেমন ফর্মে ছিলেন তাতে অনেক বিশ্লেষকের মতে এই ম্যাচে ফেভারিট ছিল পর্তুগাল।
আন্ডারার বিরুদ্ধে শেষ ফ্রেন্ডলি ম্যাচে ৭-০ গোলের বড় ব্যবধানে তাদের পরাজিত করেছিল তারা। তাছাড়া চোটের কারণে এদিন ফ্রান্সের প্রথম একাদশে ছিলেন না এমবাপে। খুব একটা ছন্দে দেখা যায়নি পোগবাকেও। কিন্তু তা সত্ত্বেও ১-০ গোলে ব্যবধান বাড়িয়ে নিতে ভুল করেনি তারা। পর্তুগালের আক্রমণভাগকে আজ পাল্টা আক্রমণের পথ নেন দিদিয়ের দেশঁর।আর সেই নীতিতেই এলো সফলতা।