দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ ভারত অস্ট্রেলিয়া সিরিজ ঘিরে যখন মোটামুটি সব কিছুই স্বাভাবিক হয়ে এসেছিল তখনই আবার ঘনালো আশঙ্কার মেঘ। ২৭ নভেম্বর দুই শিবির মুখোমুখি হতে চলেছে প্রথম একদিনের ম্যাচে। এরপর ৪ ডিসেম্বর থেকে রয়েছে টি-টোয়েন্টি সিরিজ এবং সবশেষে ১৭ ডিসেম্বর থেকে শুরু হবে বর্ডার গাভাস্কার ট্রফি সংক্রান্ত টেস্ট লড়াই।
কিন্তু এরই মাঝে আবার নতুন করে করোনা ভাইরাসের হানা দেখা গেল অ্যাডিলেডে। যার ফলে এখন সন্ত্রস্ত বোর্ড। ক্রিকেট অস্ট্রেলিয়া এ বিষয়ে কোন ঝুঁকি নিতে চায় না তাই টিম পেইন সহ গোটা অস্ট্রেলিয়া দলকে সেল্ফ আইসোলেশনে থাকার নির্দেশ দিয়েছে তারা। সোমবার অজিভূমে ফের করোনা ভাইরাসের সংক্রমনের খবর আসে। বিশেষত অ্যাডিলেডেই সংক্রমণ হওয়ায় ভাবনায় পড়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ইতিমধ্যেই বেশ কিছু ক্ষেত্রে দর্শকদের প্রবেশের অনুমতি দিয়েছিল তারা।
কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেই সিদ্ধান্ত কার্যকর থাকবে কিনা এ নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। শুধু তাই নয় সংক্রমণের গতি প্রবল হলে টেস্ট সিরিজ নিয়েও আশঙ্কার মেঘ ঘনাবে। তাই প্রস্তুতিপর্বে কোন রকম খামতি চায় না তারা। কারণ এই অ্যাডিলেডেই গোলাপি বলের টেস্ট খেলতে মাঠে নামবে ভারত এবং অস্ট্রেলিয়া। সুতরাং সেই সিরিজ ঘিরে নতুন কোন করোনা আতঙ্ক মোটেই কাম্য নয়। আর সেই কারণেই প্রিকোয়েশন সংক্রান্ত নিয়ম বিধি আরো প্রবল করল তারা।