দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ সপ্তমবার বিশ্ব খেতাব জিতে নিয়ে সর্বকালের অন্যতম সেরা ফর্মুলা ওয়ান ড্রাইভার মাইকেল শুমাখারের রেকর্ড ছুড়ে ফেললেন ব্রিটিশ তারকা লুইস হ্যামিলটন।তুরস্কের গ্রাঁ প্রিতে নিজের মার্সেডিসে ক্যারিয়ারের ৯৪ তম সাফল্য অর্জন করলেন তিনি। ইস্তাম্বুলের রাস্তা গতদিনের বৃষ্টির কারণে ছিল ভীষণ পিচ্ছিল।
ফর্মুলা ওয়ানের রেসের পক্ষে যা ভীষনই ভয়ানক।এই নিয়ে যথেষ্ট উদ্বেগ ছিল চালকদের মধ্যে। গতবার অনুশীলনের সময়ও অনেকের চাকাই পিছলে গিয়েছিল। কেউ কেউ তো এও বলেন, “ঠিক মনে হচ্ছে যেন বরফের উপর দিয়ে গাড়ি চালাচ্ছি।” এই কঠিন রেসে সফলতা অর্জন করে কেঁদে ফেলেন হ্যামিলটনও। তিনি বলেন, “বরফ জমে থাকলে রাস্তায় গাড়ি চালাতে যেমন অসুবিধা হয়, আজ সেই একই অভিজ্ঞতা হয়েছে। গাড়ির চাকার মাটি কামড়ে থাকাই ছিল কঠিন।”
প্রতিকূল পরিস্থিতিতে এই নিয়ে ক্যারিয়ারের ৯৪ তম জয় তুলে নিলেও আজকের লোরাই খুবই কঠিন ছিল হ্যামিল্টনের পক্ষে। আজ আরও যোগ করে তিনি বলেন,”ট্রফি নিয়ে নিজের খেলোয়াড় জীবনের কথাই ভাবছিলাম। পাঁচ বছর যখন বয়স তখন গো-কার্ট চালিয়েছিলাম। আর ব্রিটিশ চ্যাম্পিয়নশিপ জয়ের পর বাবাকে নিয়ে চ্যাম্পিয়ন গাইতে গাইতে ফিরেছিলাম। আজ মনে পড়ছিল এরকম কত কথা।আসলে আমার নিজেরই বিশ্বাস হচ্ছিল না। হয়তো কেঁদেও ফেললাম তাই।”
সর্বকালের সেরা ফর্মুলা ওয়ান ড্রাইভার হিসেবে এখন মাইকেল শুমাখারের সঙ্গে টক্কর দিতে তৈরি লুইস হ্যামিলটন। জার্মান তারকা শুমাখারের জয় সংখ্যা ৯১। এখনই তার থেকে তিন ধাপ এগিয়ে আছেন হ্যামিলটন।