দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ ২০ নভেম্বর কেরালা ব্লাস্টার্সের সঙ্গে লড়াই দিয়েই শুরু হতে চলেছে এটিকে মোহনবাগানের আইএসএল যাত্রা। ২৭ তারিখ শুরু হবে কলকাতা ডার্বি অর্থাৎ মুখোমুখি হবে ইস্টবেঙ্গল-মোহনবাগান। এখন আইএসএল লড়াইয়ের কথা মাথায় রেখেই প্রস্তুতি শুরু করেছে সমস্ত দলগুলি। এরই মধ্যে দুঃসংবাদ দিলেও কয়েকটি শিবিরে।
এএফসির ক্লাব লাইসেন্সিংয়ে এটিকে মোহনবাগান পাস করলেও ব্যর্থ হয়েছে শ্রী সিমেন্ট ইস্টবেঙ্গল,ওড়িশা সহ বেশ কয়েকটি দল। ২০২০-২১ সালের জন্য ইতিমধ্যেই এএফসির লাইসেন্স পৌঁছে দেওয়া হয়েছে ক্লাবগুলির কাছে। এবছর কোভিড অতিমারির কারণে ক্লাবগুলোকে অনেকটাই ছাড় দিয়েছিল এএফসি। তাছাড়া শ্রী সিমেন্ট-এর সঙ্গে যুক্ত হবার কারণেও কাগজপত্র জমা দেওয়ার ক্ষেত্রে সময়ের ছাড় পেয়েছিল ইস্টবেঙ্গল।
কিন্তু তা সত্ত্বেও অনেক পরে কাগজপত্র জমা দেয় শ্রী সিমেন্ট ইস্টবেঙ্গল। এশিয়ান ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছে ২০২১ সালের মধ্যেই মুচলেকা জমা দিতে হবে ব্যর্থ ক্লাব গুলিকে। এই মুচলেকা দেওয়ার পরেই তাদের খেলার সুযোগ দেওয়া হবে।