দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ এবার অভিনবভাবে জাতি বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ জানাবেন অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা। ইংল্যান্ড সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলা চলাকালীন হাঁটু মুড়ে বসে “ব্ল্যাক লাইভ ম্যাটারস” আন্দোলনে শামিল হয়েছিল ক্রিকেট বিশ্ব। সে সময় সারা বিশ্ব পাশে এসে দাঁড়ালেও তেমনভাবে কার্যকরী ভূমিকা নিতে দেখা যায়নি অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের। সেই কারণেই ভারত অস্ট্রেলিয়া সিরিজে এ ধরনের অভিনব পন্থার উদ্ভাবন।
খালি পায়ে গোল হয়ে দাঁড়িয়ে “ব্ল্যাক লাইভ ম্যাটারস” আন্দোলনে শামিল হবেন অজি ক্রিকেটাররা। তারকা পেস বোলার প্যাট কামিন্স জানান,”শুধুমাত্র খেলাধুলা নয় মানুষ হিসেবেও আমরা জাতি বৈষম্যের বিরুদ্ধে। সেই কারণে স্থির করেছি এবার থেকে প্রতিটি সিরিজে আমরা খালি পায়ে গোল হয়ে দাঁড়িয়ে জাতি বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ জানাবো।”
যদিও তিনি এও স্বীকার করে নিয়েছেন যে এর আগে অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা সেভাবে জাতি বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ জানাননি। তবে এবার তাঁরা পাশে দাঁড়াতে চান বৈষম্য বিরোধী আন্দোলনের। প্রসঙ্গত উল্লেখ্য আইপিএল চলাকালীন অসাধারণ ৬০ রানের ইনিংস খেলার পর হাঁটু মুড়ে বসে প্রতিবাদ জানিয়েছিলেন হার্দিক পান্ডিয়াও।
তবে অস্ট্রেলিয়ার এই উদ্ভাবনী পন্থা সম্পর্কে বলতে গিয়ে কামিন্স যোগ করেন,”কেউ কেউ হাঁটু মুড়ে প্রতিবাদ জানায়। আবার কেউ কেউ অন্যভাবেও প্রতিবাদ জানায়। যেভাবে আমরা প্রতিবাদ জানাতে চাইছি সেটা আমাদের কাছে সেরা উপায় বলে মনে হয়েছে। আমাদের নিজস্ব সংস্কৃতিকে তুলে ধরারও অন্যতম উপায় এটা।”