দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ পাকাপাকিভাবে ফুটবল থেকে বিদায় নিলেন হাভিয়ার মাশ্চেরানো। ২০১৮ সালে বিশ্বকাপে ফ্রান্সের কাছে পরাজিত হওয়ার পরেই তিনি জানিয়ে দিয়েছিলেন দেশের জার্সিতে এই তার শেষ খেলা। কিন্তু ক্লাব ফুটবলে তখনও একই রকম সক্রিয় ছিলেন আর্জেন্টিনার এই ডিফেন্সিভ মিডফিল্ডার।
রবিবার লিগের খেলায় ১-০ গোলের ব্যবধানে আর্জেন্টিনোস জুনিয়রসের কাছে হেরে যায় এস্তুদিয়ান্তেস। এই হারের পরেই বুট তুলে রাখার সিদ্ধান্ত নেন মাশ্চেরানো। রিভারপ্লেটের হয়ে ফুটবল জীবন শুরু করেছিলেন তিনি। তারপর করিন্থিয়ান্স, বার্সেলোনা, লিভারপুল সহ একাধিক ক্লাবের হয়ে প্রতিনিধিত্ব করেছেন তিনি।
প্রায় আট বছর তিনি খেলেছিলেন বার্সেলোনায়। ফুটবল জীবনের সেরা সময় হাভিয়ার কেটেছে এই ক্লাবেই। ওই আট বছরে মোট ১৯ টি ট্রফি জিতে নেন তিনি। আর্জেন্টিনা জার্সিতে মোট ১৪৭ ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন হাভিয়া।
আজ ফুটবল জীবন শেষ করার সময় বিদায় বেলায় তিনি বলেন,”আমি সবসময়ই আমার ১০০℅ দিয়েছি। কয়েকদিন ধরেই আমার মনে হচ্ছিল আমার সেরাটা দেওয়া আর সম্ভব হচ্ছে না।”