দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ ভ্রাতৃ দ্বিতীয়ায় নিজের সমস্ত সমর্থককে শুভকামনা জানিয়ে বোনের সাথে নিজের ছবি ফেসবুকে শেয়ার করলেন মিস্টার আইপিএল সুরেশ রায়না। করোনা পরবর্তী চেন্নাই সুপার কিংসের সঙ্গে নানান মতবিরোধের কারণে এবার আইপিএলে যোগ দিতে পারেননি তিনি।
তার অভাব হাড়ে হাড়ে টের পেয়েছে চেন্নাই। মিডিল অর্ডারে তার মত শক্তপোক্ত ব্যাটসম্যান না থাকায় গোটা আইপিএল জুড়েই মিডিল অর্ডার সংক্রান্ত সমস্যায় ভুগতে হয়েছে তাদের। তবে সেসব আপাতত অতীত। পরবর্তী আইপিএলে রায়নাকে দেখা যাবে কিনা সে নিয়েও রয়েছে যথেষ্ট সন্দেহ। তবে আপাতত ভ্রাতৃ দ্বিতীয়ার আনন্দেই অন্য সমস্ত খারাপ স্মৃতিকে দূরে সরিয়ে দিতে চান রায়না।


আজ গাজিয়াবাদে ভ্রাতৃ দ্বিতীয়ার উৎসবে উপস্থিত হয়ে নিজের বোন এবং পরিবারের সাথে তোলা ছবি ফেসবুক পেজে পোস্ট করেন রায়না। সকলকে শুভেচ্ছা জানিয়ে তিনি লেখেন, “প্রত্যেককে ভ্রাতৃ দ্বিতীয়ার ভালোবাসা ও শুভেচ্ছা জানাই। হ্যাপি ভাইদুজ।”