দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ ব্রায়ান লারাও শচীন টেন্ডুলকারের বন্ধুত্ব সর্বজনবিদিত। বারংবারই দুজনে দুজনের খেলার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। আজ সাত বছর আগে এই দিনে পাওয়া উপহারের স্মৃতিচারণা করলেন শচীন। ২০১৩ সালের ১৬ নভেম্বর ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের অন্যতম কিংবদন্তি ব্রায়ান লারা তাদের সংস্কৃতি নিদর্শন হিসেবে একটি সুন্দর স্টিল ড্রাম তুলে দেন লিটল মাস্টারের হাতে।
বন্ধুত্বের এই ছোট্ট পুরস্কারের কথা ভোলেননি শচীন। আজ এক ভিডিও বার্তায় নিজের টুইটার হ্যান্ডেল থেকে ক্রিস্টোফার হেনরি গেইল এবং ব্রায়ান লারার দেওয়া উপহারের স্মৃতিচারণা করেন তিনি। তিনি বলেন, “সাত বছর আগে ব্রায়ান আমাকে এইসুনদর স্টিল ড্রামটা উপহার দিয়েছিল। যেভাবে ও বাজিয়েছিল এটা সেটা ছিল মনমুগ্ধকর। হয়তো আমি নিজে অতটা ভালো বাজাতে পারব না। কিন্তু আজ সেই উপহারের স্মৃতিচারণা করতে চাই। এটা ওদের সংস্কৃতির নিদর্শন। “