দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ স্পেনের সর্বকালের অন্যতম সেরা গোলকিপারদের মধ্যে একজন হলেন ইকার ক্যাসিয়াস। তার নেতৃত্বে ৪৪ বছর পর ২০০৮ সালে উয়েফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জিতেছিল স্পেন। শুধু তাই নয় তার অধিনায়কত্বে ২০১০ সালে ফুটবল বিশ্বকাপও জয় করেছিল তারা। একাধিক সময়ে বহু পুরস্কারে সম্মানিত হয়েছেন ক্যাসিয়াস।বিশ্বকাপের আসরে গোল্ডেন গ্লাভস থেকে শুরু করে ব্যালন ডি’অর পুরস্কার অবধি রয়েছে তার ঝুলিতে।


তবে এবার এক সম্পূর্ণ অন্য রূপে দেখা গেল ক্যাসিয়াসকে। বর্তমান পরিস্থিতিতে মহামারীর কারণে খাদ্য সংকট এক স্বাভাবিক ব্যাপার। শুধু তাই নয় করোণা মহামারীর সমস্ত নিয়ম বিধির কথা মাথায় রেখে বঞ্চিত মানুষদের কাছে খাদ্য পৌঁছে দেওয়াও এক সমস্যা। সেই কারণেই স্পেনের FESBAL নামক একটি সংস্থা আয়োজন করেছে এক অভিনব পদ্ধতির। অনলাইনের মাধ্যমে সেখানে আপনিও দান করতে পারেন খাবার, যা পৌঁছে যাবে এই মুহূর্তে বঞ্চিত এবং অবহেলিত সম্প্রদায়ের কাছে।
https://www.facebook.com/189956894367877/posts/3786225998074264/
এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে এবার সাথে যুক্ত হলেন স্পেনের সর্বকালের অন্যতম সেরা গোলরক্ষক ইকার ক্যাসিয়াস। নিজের ফেসবুক পেজে আজ তিনি সকলকে এই অভিনব উদ্যোগ এর সাথে যুক্ত হবার আমন্ত্রণ করে জানান,” এই চরম খাদ্য সংকটের সময়ে FESBAL -এর সাথে যুক্ত হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। এই পরিবর্তিত সময় আপনিও পাশে এসে দাঁড়ান। দেখুন কিভাবে আপনি খাবার দিয়ে সকলকে সাহায্য করতে পারেন।”
ক্যাসিয়াসের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সোশ্যাল মিডিয়ার নেটিজেনরা। সকলেই তার প্রশংসায় পঞ্চমুখ।