দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃক্রিশ্চিয়ানো রোনাল্ডো, রোনালদিনহো, ইডেন হ্যাজার্ড মোহাম্মদ সালাহদের পর আবার ফুটবলে কোভিডের গ্রাস। এবার করোনার শিকার লুইস সুয়ারেজ। তাই আতঙ্ক বাড়ছে ফুটবলের ময়দানে। দর্শকশূন্য মাঠ জৈব সুরক্ষা বলয় প্রভৃতি নানা নিয়মকানুন লাগু হবার পরেও সংক্রমণ কমছে না।
মার্চ-এপ্রিল মাসে কোভিডের চরম সংক্রমণের কারণে খেলাধুলা বন্ধ করতে বাধ্য হয়েছিল সারা বিশ্ব। কিন্তু করোনার প্রভাব কিছুটা কমায় আস্তে আস্তে খেলার মাঠে ফিরতে শুরু করেছে ক্রিকেট ফুটবল। কিন্তু কিছুদিন আগেই ইউরোপে করোনার দ্বিতীয় ওয়েভ আছড়ে পড়েছে। ফলতো মাঠে আবার বাড়ছে সংক্রমণ।
এরই মধ্যে ফুটবল চলায় আক্রান্ত হচ্ছেন তারকা ফুটবলাররাও। ক্যাসেমিরো, ইডেন হ্যাজার্ড,রোনাল্ডো থেকে শুরু করে সংক্রমণের থাবা এড়াতে পারেননি কেউই। আর এবার সেই তালিকায় নতুন নাম হিসেবে যোগ দিলেন উরুগুয়ের স্ট্রাইকার লুইস সুয়ারেজ। উরুগুয়ে ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে এই তথ্য প্রকাশ করে জানানো হয়েছে, আপাতত আইসোলেশনে থাকবেন সুয়ারেজ। তাই ব্রাজিলের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামতে পারবেন না তিনি।
এর আগেও জুভেন্তাসের হয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামতে পারেননি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এমনকি লিও মেসি কেউ থাকতে হয়েছিল আইসোলেশনে। তবে স্বস্তির খবর এই যে ফুটবল বিশ্বে এখনো এই মারণ ভাইরাসের কবলে পড়ে প্রাণ হারাননি কেউ। সুয়ারেজের শরীরেও তেমনভাবে কোন উপসর্গ দেখা যায়নি। তবে আপাতত চিকিৎসকের পরামর্শ মেনে আইসোলেশনে থাকতে হবে তাকে।