দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃএ মাসের শেষে শুরু হবে বেঙ্গল টি-টোয়েন্টি লিগ। অংশগ্রহণ করতে চলেছে মোহনবাগান, ইস্টবেঙ্গল, কালীঘাট, তপন মেমোরিয়াল, কাস্টমস ও টাউন ক্লাব এই ছটি দল। সোমবার থেকেই তার জন্য শুরু হল প্রয়োজনীয় ক্রিকেটার বাছাইপর্ব। একদিকে যেমন মনোজ তিওয়ারি এবং অনুষ্ঠুপ মজুমদার সহ আটজন ক্রিকেটারকে ধরে রাখল তাদের পুরনো ক্লাব মোহনবাগান। তেমনই আবার শ্রীবৎস গোস্বামী ও অভিমুন্য ঈশ্বরণ সহ আটজন ক্রিকেটারকে ধরে রাখল ইস্টবেঙ্গল ক্লাবও।
তপন মেমোরিয়ালের পক্ষ থেকে রেখে দেয়া হলো শাহবাজ আহমেদকে। এবার আইপিএলে আরসিবির হয়ে যথেষ্ট ভাল পারফরম্যান্স করেছিলেন শাহবাজ। আজ বাকি ২০০ জন খেলোয়াড়ের তালিকা প্রকাশ করা হবে সিএবির পক্ষ থেকে। এই ২০০ জনের তালিকায় রয়েছেন ১২৯ জন জেলা স্তরের ক্রিকেটারও। এদের মধ্যে থেকেই আগামী টি-টোয়েন্টি লিগের জন্য প্রয়োজনীয় ক্রিকেটারদের বেছে নেবে ক্লাবগুলি।
সিএবি কর্তারা জানিয়েছেন বাংলার বিভিন্ন অঞ্চল থেকে প্রতিভা তুলে আনার লক্ষ্যেই এই প্রতিযোগিতা। আজ অভিষেক ডালমিয়া বলেন,”পারফর্মেন্সের ভিত্তিতেই তৈরি হয়েছে এই তালিকা।”