দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃআসন্ন ভারত অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ নিয়ে বড় বয়ান দিলেন চেতেশ্বর পুজারা। গতবার ইতিহাসে রেকর্ড তৈরি করে ২-১ এর ব্যবধানে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টসিরিজ জয় করেছিল ভারত। সেই সিরিজে ব্যাটিংয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন পুজারা। তিনটি সেঞ্চুরিসহ অস্ট্রেলিয়ার মাটিতে পাঁচশোর বেশি রান করেছিলেন তিনি। এবারেও ভারতীয় ব্যাটিংয়ের মধ্যক্রমে পূজারার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সেই সিরিজের একমাত্র সেটব্যাক ছিল অস্ট্রেলিয়া দলে ছিলেন না স্মিথ-ওয়ার্নার। বল বিকৃতির কারণে বাদ পড়ার পর নির্বাসনে থাকার কারণে সিরিজে অংশ নিতে পারেননি তারা। সেই কারণে অনেকেই এই সিরিজকে তেমন বড় জয় মানতে রাজি হন না। তবে পূজারার মতে এবার স্মিথ-ওয়ার্নার থাকলেও ততখানি প্রভাব পড়বে না ভারতের ওপর। অস্ট্রেলিয়া রওনা হবার আগে সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া বয়ানে তিনি জানান,”২০১৮-১৯ মরশুমে যে ব্যাটিং লাইনআপ ছিল তারচেয়ে শক্তি অবশ্যই বাড়বে স্মিথ-ওয়ার্নার ফেরায়। কিন্তু এটাও আমরা সকলেই জানি কোন জয়ই সহজে আসে না। দেশের বাইরে সিরিজ জিততে গেলে অতিরিক্ত পরিশ্রম করতেই হবে।”
পুজারা এও মনে করেন গতবারের ছন্দে বল করেছেন মহম্মদ শামি যশপ্রীত বুমরাহ এবং ইশান্ত শর্মারা এবারও একই ফর্ম বজায় রাখতে পারবেন তারা। তিনি মনে করেন দুবছরে আরো অনেক পরিণত হয়েছে ভারতের জোরে বোলিং লাইন আপ। তাই তাদের বিরুদ্ধে বড় রান করা যথেষ্ট শক্ত হবে স্মিথ-ওয়ার্নারদের পক্ষে। তিনি বলেন,” স্মিথ ওয়ার্নার লাবুশেন দারুন ব্যাটসম্যান এ নিয়ে কোন সন্দেহ নেই। কিন্তু আমাদের বোলাররা ভালোই জানে অস্ট্রেলিয়ার পরিবেশে কিভাবে বল করতে হয়। অস্ট্রেলিয়ার মাটিতে আগেও সফল হয়েছে আমাদের পেসাররা। আর স্ট্যাটিজি যদি আমাদের পরিকল্পনা মাফিক চলে। স্মিথ-ওয়ার্নারদের দ্রুত ফিরিয়ে দেওয়ার ক্ষমতা আমাদের বোলারদের আছে।”
গোলাপি বলের টেস্ট নিয়েও এদিন মুখ খোলেন পুজারা। তিনি বলেন,”গোলাপি বলের সঙ্গে যারা দ্রুত মানিয়ে নিতে পারবে তারাই জিতবে। অস্ট্রেলিয়ার মাটিতে কোকাবুরা বলে খেলা একটা অন্যরকম চ্যালেঞ্জ। সুইং ও বাউন্সের সঙ্গে মানিয়ে নিতে হবে গোধূলি বেলায়। খেলা শুরু হওয়ার আগে গোধূলি পর্যন্ত আমাদের অনুশীলন করতেই হবে। “
ইতিমধ্যেই বাউন্স সামলানোর জন্য টেনিস বলে অনুশীলন শুরু করেছে ভারতীয় দল। টুইটারে কে এল রাহুলকে দেখা গেছে ১৮ গজ দূরত্ব থেকে ছুটে আসা টেনিস বলে পুল শট প্র্যাকটিস করতে। এর থেকেই বোঝা যায় প্রস্তুতিপর্বে কোন খামতি রাখতে চায়না ভারতীয় দল।