দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ আইপিএলের চিনা স্পন্সার ভিভো চলে যাবার পর স্থান পেয়েছিল অনলাইন গেমিং সংস্থার “ড্রিম ইলেভেন” (DREAM 11)।আজ আনুষ্ঠানিকভাবে বিসিসিআই ঘোষণা করল বর্তমান ভারতীয় টিমের কীট স্পন্সরের নাম। সেখানেও উঠে এসেছে আরেক অনলাইন গেমিং সংস্থা এমপিএল।
আজ সকালে বিসিসিআইয়ের তরফে টুইট করে জানানো হয় আগামী তিন বছরের জন্য ভারতীয় দলের কীট স্পন্সর এবং মার্চেন্ডাইজ পার্টনার হবে এমপিএল স্পোর্টস (MPL)। ই-স্পোর্টস প্ল্যাটফর্ম মোবাইল প্রিমিয়ার লিগেরই স্পোর্টস মার্চেন্ডাইজ এই সংস্থা। চলতি নভেম্বর থেকে তাদের সাথেই শুরু হলেও বোর্ডের তিন বছরের চুক্তি।
এ প্রসঙ্গে টুইট করে বিসিসিআই তরফে জানানো হয়েছে,”এমপিএল স্পোর্টসের সঙ্গে তিন বছরের নয়া চুক্তি স্থাপন করল বোর্ড। আসন্ন অস্ট্রেলিয়া সফর থেকেই টিম ইন্ডিয়ার এদের সাথে পথ চলা শুরু। পুরুষদের পাশাপাশি মহিলা এবং অনূর্ধ্ব ১৯ দলের স্পন্সরও এরাই। জার্সির পাশাপাশি টিম ইন্ডিয়ার মার্চেন্ডাইজও এমপিএল স্পোর্টস। অর্থাৎ সরকারিভাবে এরাই জার্সি সহ বিভিন্ন জিনিস বিক্রি করতে পারবে। যা অল্প দামে কিনতে পারবেন সর্মথকরা। “
এ প্রসঙ্গে বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী বলেন,”দলের নতুন কীট স্পন্সর এল। নতুন একটা অধ্যায় শুরু হচ্ছে এবং সর্মথকরা যাতে সস্তায় জিনিসপত্র কিনতে পারে সে ব্যবস্থাও করা হচ্ছে। “