দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ টেনিসের অন্যতম খ্যাতনামা তারকা সেরেনা উইলিয়ামসকে নিয়ে একটি পাঁচ এপিসোডের তথ্যচিত্র তৈরি করল এইচবিও স্পোর্টস। মা হবার পরেও কর্মক্ষেত্রে তিনি একই রকম উজ্জ্বল। বিয়িং সেরেনা নামের এই তথ্যচিত্রে সেই দৃঢ়চেতা মনের ছবিই প্রস্ফুটিত হয়েছে। এই তথ্যচিত্র নিয়ে ভীষণ খুশি সেরেনাও। তিনি জানান এটি শুধু তাকে সম্মান জানানো নয়, সেই সমস্ত নারীর প্রতি সম্মান যারা মা হবার পরেও কর্ম ক্ষেত্রে একই রকম উজ্জ্বল।
তথ্যচিত্রে সেরেনার ব্যক্তিগত জীবন,উত্থান পতন,অবিস্মরনীয় ঘটনা, গর্ভাবস্থা, মাতৃত্ব থেকে শুরু করে খেলোয়াড়ি জীবনের সব অজানা দিকগুলিই প্রাধান্য পেয়েছে। মঙ্গলবাড়ী সিরিজ ভারতে দেখাবে ডিসকভারি প্লাস। এ সম্পর্কে সেরেনা বলেন,”বিয়িং সেরেনা আমার হৃদয়ের খুব কাছের। এটা আমার জীবনের কিছু অবিস্মরনীয় এবং চ্যালেঞ্জিং মুহূর্তকে সঠিকভাবে উপস্থাপন করেছে। আমার কাছে বিয়িং সেরেনা সেই সমস্ত নারীদের প্রতি সম্মান জ্ঞাপন,যারা ফের কাজে ফিরেছেন অথবা আমার ক্ষেত্রে কোর্টে ফিরেছেন,মা হবার পর। আমি খুব উৎসাহিত এটা জেনে যে আমার ভারতের অনুরাগীরাও এটি দেখার সুযোগ পাবেন।”
প্রসঙ্গত উল্লেখ্য, এই তথ্যচিত্রে ২৩টি সিঙ্গেলস মিলিয়ে মোট ৩৯ টি গ্র্যান্ডস্ল্যাম জয় এবং চারটি অলিম্পিকে স্বর্ণ পদক জয়ের কাহিনী দেখানো হয়েছে। দেখানো হয়েছে কিভাবে মা হবার পরেও একই রকম জিরো চেতা মানসিকতা বজায় রেখে আবার কোর্টে পেলেন সেরেনা উইলিয়ামস এবং ২০১৮-১৯ মরশুমে চার চারটি সিঙ্গেলসের ফাইনালে পৌঁছান।