দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ ১৭ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে ভারত অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ। ইতিমধ্যেই দুই পক্ষ থেকেই বাদ বিবাদ শুরু হয়েছে। তবে এবারে যে অস্ট্রেলিয়া জয় আরো শক্ত তা ভালোই জানে ভারতীয় দল। কারণ গতবার বল ট্যাম্পারিং বিতর্কে জড়িয়ে পরার ফলে নির্বাচনে থাকতে হয়েছিল স্মিথ এবং ওয়ার্নারকে।
তাই অনেক ক্ষেত্রেই সেভাবে শক্তিশালী প্রত্যুত্তর দিতে পারেনি অস্ট্রেলিয়া দল। তবে এবার তারা সম্পূর্ণ শক্তি দিয়ে লড়াই করতে প্রস্তুত। বাড়িঘর নেই নিজেদের প্রস্তুতিপর্বে কোনো রকম কোনো খামতি রাখতে চায়না ভারতীয় দল। বিশেষত ভারত অধিনায়ক বিরাট কোহলি টেস্ট ক্রিকেটকে যে কতটা গুরুত্ব দেন তা সকলে ভালোই জানে। কোনো রকম কোনো ভুল তিনি করতে চান না এবারের সিরিজে।
তাই প্রস্তুতি পর্বের ভিডিও নিজের টুইটার হ্যান্ডেল থেকে শেয়ার করে তিনি জানালেন টেস্ট ক্রিকেট তার প্রাণের কতটা কাছের। আজ এই ভিডিও শেয়ার করে তিনি লেখেন, “টেস্ট ক্রিকেটের অনুশীলন পর্ব ভীষণ ভালোবাসি।”
যদিও এবারে সিরিজে সবকটি টেস্টে তাকে সাথে পাবেনা ভারতীয় দল। প্রথম টেস্টের পরেই পিতৃত্বকালীন ছুটি নিয়ে দেশে ফিরবেন তিনি। তবে প্রথম টেস্টেই নিজের প্রতিভার সম্পূর্ণ ছাপ রাখতে তাই তিনি বদ্ধপরিকর। টুইটারে শেয়ার করা এই ভিডিওতে দেখা যাচ্ছে ডিফেন্সিভ শটের সাথে সাথে আক্রমনাত্মক শট খেলাতেও জোর দিচ্ছেন অধিনায়ক বিরাট।