দা ক্যালকাটা মিরর ব্যুরোঃ এবার ভারতীয় টেনিসতারকা সানিয়া মির্জাকে দেখা যাবে অন্য নতুন রূপে। টেনিস র্যাকেট ছেড়ে এবার বলিউডের মাঠে আসর জমাতে নামছেন এই খেলোয়াড়। যক্ষার বিরুদ্ধে সচেতনতা বাড়াতে একটি ওয়েব সিরিজ তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে এমটিভি। যার নাম “এনটিভি নিষেধ অ্যালোন টুগেদার”। এই ওয়েব সিরিজ রুপোলি পর্দায় অভিষেক ঘটবে টেনিস হার্টথ্রব সানিয়ার। নিজের চরিত্রেই এই সিরিজে অংশ নেবেন তিনি।
এ সম্পর্কে বলতে গিয়ে সানিয়া জানান,”আমাদের দেশে বহুদিনের পুরনো একটি ব্যাধি যক্ষা। অর্ধেকেরও বেশি রোগীর বয়স ৩০ বছরের নিচে। তাই এই রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে হবে।”
তিনি আরো যোগ করেন,”এই রোগের ঝুঁকি সব সময় থেকে যায়। করণা অতিমারির ফলে ঝুঁকি আরো বেড়েছে। যক্ষা আটকানো বেশ কঠিন হয়ে উঠেছে আর সেই কারণেই আমি এতে অংশ নিয়েছি। আশা করছি আমার উপস্থিতি যক্ষ্মার বিরুদ্ধে সম্মিলিত লড়াইয়ে সাহায্য করবে।”
৫ এপিসোডের এই ওয়েব সিরিজে দেখা যাবে লকডাউন এর সময় এক দম্পতি কিভাবে সমস্যায় পড়েছেন। সানিয়াকে এই ওয়েব সিরিজে নিজের চরিত্রেই দেখা যাবে। তিনি কথা বলবেন বিভিন্ন সমস্যা ও যক্ষ্মা সংক্রান্ত সমস্যা নিয়ে। এ মাসের শেষেই ওয়েব সিরিজটি সোশ্যাল মিডিয়ায় দেখা যাবে।